shono
Advertisement
Bangladesh

বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়ে ইসলামি ছাত্র শিবিরের জয়, প্রভাব ফেলবে জাতীয় নির্বাচনে?

বিএনপির দাবি, 'শিবির নিজস্ব নামে প্যানেল দেয়নি ছাত্র সংসদ নির্বাচনে।'
Published By: Anustup Roy BarmanPosted: 06:00 PM Oct 17, 2025Updated: 06:00 PM Oct 17, 2025

সুকুমার রায়, ঢাকা: সম্প্রতি বাংলাদেশের চার বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সবগুলিতেই জামাত-এ-ইসলামির ছাত্র সংগঠন ইসলামি ছাত্র শিবির জয় পেয়েছে। এরপরেই প্রশ্ন উঠেতে শুরু করেছে, ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচনে এর প্রভাব পড়বে কিনা। প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনে ইসলামি ছাত্র শিবির সমর্থিত প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে। চার বিশ্ববিদ্যালয়ে শিবিরের অপ্রত্যাশিত জয়ে সারা দেশে জামাতের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গিয়েছে। তারা মনে করছেন, এই জয় আগামী নির্বাচনে তাদের অনেকটা এগিয়ে দেবে।

Advertisement

অন্যদিকে, বিশ্লেষকদের ধারণা, ছাত্র সংসদ এবং জাতীয় নির্বাচনে বিস্তর ফারাক রয়েছে। তাঁদের দাবি, বিশ্ববিদ্যালয় একটি সীমিত পরিসর। সেখানে যাদের কাছ থেকে সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকে, তাদেরকেই বেছে নেন শিক্ষার্থীরা। কিন্তু সংসদ নির্বাচনে এলাকার উন্নয়ন, সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও ব্যক্তির প্রভাব কাজ করে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, "আমার জানি, শিবির নিজস্ব নামে প্যানেল দেয়নি। তারপরও বলতে হবে তারা জিতেছে। কিন্তু এই নির্বাচনের মাধ্যমে জাতীয় নির্বাচনে জামায়াত বিশেষ সুবিধা পাবে কিনা, এ প্রশ্ন অবান্তর।" তিনি মনে করেন, জাতীয় নির্বাচন দলীয় অবস্থান ও প্রার্থীর যোগ্যতাকেই প্রাধান্য দেবে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব আগামী জাতীয় সংসদ নির্বাচনেও পড়বে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামির আমির শফিকুর রহমান। তিনি বলেন, "এই জয়ে আমরা অভিভূত। এই নির্বাচনের প্রভাব আগামী জাতীয় নির্বাচনেও পড়বে।" বিশেষজ্ঞদের মতে, 'ছাত্রশিবির এই নির্বাচনটাকে কেন্দ্র করে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়েছে। তারা অনেক আগে থেকেই শিক্ষার্থীদের নানা কাজে সাহায্য করার চেষ্টা করে।'

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ পদে জয় পায় ইসলামি ছাত্রশিবির সমর্থিত 'সমন্বিত শিক্ষার্থী জোট' প্যানেলের প্রার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও জিতেছে শিবির সমর্থিত প্যানেল 'সম্প্রীতির শিক্ষার্থী জোট'। এছাড়াও, রাকসুতে জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখে রাজশাহি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির। রাজশাহি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদের এর আগের ১৬ বারে কখনোই জেতেনি ছাত্রশিবির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চার বিশ্ববিদ্যালয়ে ইসলামি ছাত্র শিবির জয় পেয়েছে।
  • প্রশ্ন উঠেতে শুরু করেছে, ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচনে এর প্রভাব পড়বে কিনা।
  • এই জয়ে সারা দেশে জামাতের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গিয়েছে।
Advertisement