shono
Advertisement
Raj-Subhasree

ঠোঁটে ঠোঁট রেখে প্রেমের পদ্য রচনা, চুমু খেয়ে নতুন বছরকে স্বাগত জানালেন রাজ-শুভশ্রী

বিগত বছরগুলোর মতো প্রথা মেনে, চুমু খেয়ে নতুন বছরকে স্বাগত জানালেন টলিপাড়ার পাওয়ারকাপল।
Published By: Arani BhattacharyaPosted: 09:25 AM Jan 01, 2026Updated: 01:04 PM Jan 01, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিডনি টু কলকাতা, বর্ষবরণের রাতে মেতে উঠেছিল সেলিব্রেশনে। বাদ যাননি টলি তারকারাও। ঘড়ির কাঁটা রাত বারোটা ছুঁতেই নতুন বছরকে স্বাগত জানিয়েছেন তাঁরা। সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন সেই ছবি ও ভিডিও। তবে নতুন বছরের শুরুতেই সোশাল মিডিয়ায় যে ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়ল তা হল রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের একটি ভিডিও। আর সেই ভিডিওতেই দেখা যাচ্ছে তাঁদের বিগত বছরগুলোর মতোই প্রথা মেনে ঠোঁটে ঠোঁট রেখে নতুন বছরকে স্বাগত জানাতে। বিদেশের বুকে এবারেও নতুন বছরের শুরুটা করলেন টলিপাড়ার এই পাওয়ারকাপল।

Advertisement

প্রতিবছর প্রেমের জোয়ারে ভেসেই নতুন বছরকে স্বাগত জানান রাজ ও শুভশ্রী। বিদেশের বুকে এবারও তার ব্যাতিক্রম হল না। চারিদিকে আতসবাজি, জনঅরণ্যেও তাঁরা শুধু মজে থাকলেন একে অপরে। ইনস্টাগ্রামে পোস্ট করলেন সেই ভিডিও। ক্যাপশনে লিখলেন রাজঘরনি 'হ্যাপি নিউ ইয়ার ২০২৬'। বলে রাখা ভালো যে কোনও সেলিব্রেশন হোক বা নিজেদের জীবনের ভালো কোনও মুহূর্ত উদযাপন করতে একে অপরকে চুমুতে ভরিয়েছেন রাজ ও শুভশ্রী। সোশাল মিডিয়ায় সেই নিয়ে কম চর্চা হয়নি। তবে সেসবে কান দিতে একেবারেই নারাজ তাঁরা।

 

উল্লেখ্য, এই মুহূর্তে রাজ উঠে এসেছেন চর্চায়। তাঁর নতুন ছবি 'হোক কলরব' নিয়ে চলছে জোর চর্চা। 'ক্ষুদিরাম চাকি' বিতর্কে জড়িয়েছেন রাজ। তবে সেসবের মাঝেও অভিনেত্রী-স্ত্রীর সঙ্গে সেলিব্রেশনে মাততে ভুললেন না রাজ। সমস্ত বিতর্ককে পিছনে ফেলে বর্ষবরণে মেতে উঠলেন পরিচালক। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নতুন বছরের শুরুতেই সোশাল মিডিয়ায় যে ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়ল তা হল রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের একটি ভিডিও।
  • আর সেই ভিডিওতেই দেখা যাচ্ছে তাঁদের বিগত বছরগুলোর মতোই ঠোঁটে ঠোঁট রেখে নতুন বছরকে স্বাগত জানাতে।
  • বিদেশের বুকে এবারেও নতুন বছরের শুরুটা করলেন টলিপাড়ার এই পাওয়ারকাপল।
Advertisement