সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষবরণ উদযাপনের মধ্যেই বিস্ফোরণ সুইজারল্যান্ডে। সে দেশের ক্র্যান্স মন্টানায় একটি পানশালায় এই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় ৪০ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অনেকে। বৃহস্পতিবার সুইস পুলিশ জানিয়েছে, আলপাইন স্কি রিসর্ট টাউনের লে কনস্টেলেশন নামের পানশালায় নববর্ষের পার্টি চলছিল। বিস্ফোরণের সময় অন্তত শত খানেক লোক ছিল সেখানে। ঘটনাটি নাশকতার কি না তা এখনও স্পষ্ট নয়।
দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের পুলিশের আধিকারিক গেটান ল্যাথিয়ন বলেন, "অজ্ঞাত কারণে বিস্ফোরণ ঘটেছে... এর ফলে অনেকে আহত এবং বেশ কয়েকজন নিহত হয়েছেন।" সুইজারল্যান্ডে পর্যটকদের অন্যতম আকর্ষণ লে কনস্টেলেশন পানশালাটি। সেখানেই বর্ষবরণের পার্টি চলছিল। বিস্ফোরণ ঘটে রাত দেড়টা নাগাদ। এখনও স্পষ্ট নয় এর ফলে কতজন মানুষ নিহত এবং আহত হয়েছেন।
পুলিশের মুখপাত্র আরও জানিয়েছেন, ছুটির দিনে ক্রান্স মন্টেনায় প্রচুর পর্যটক বেড়াতে আসেন। সেই কারণেই ভিড় জমেছিল জনপ্রিয় পানশালাটিতে। সবে তদন্ত শুরু হয়েছে। এখনও অনেকে কিছুই পরিষ্কার নয়। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, দাউ দাউ করে আগুন জ্বলছে পানশালাটিতে। আতঙ্কে ছোটাছুটি করছে অনেকে।
