সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে বসবাসকারী ভারতীয়দের ওয়ার্ক পারমিট অবিলম্বে বাতিল করা হোক। এই দাবি জানিয়ে ফের পথে নামল ‘ইনকিলাব মঞ্চ’-এর সদস্যরা। মঙ্গলবার বিক্ষোভে উত্তাল হল ঢাকার রাজপথ। একইসঙ্গে ছাত্রনেতা ওসমান হাদির হত্যার বিচারেরও দাবি জানিয়েছেন তাঁরা।
বাংলাদেশের সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ চারদফা দাবি জানিয়ে ঢাকার শাহবাগ থেকে ‘ন্যায়ের জন্য মিছিল’ শুরু করে ‘ইনকিলাব মঞ্চ’-এর কর্মীরা। মিছিলে যোগ দিয়েছিলেন অনেক সমাজকর্মীরাও। তাঁদের দাবি, হাদি হত্যার তদন্তে কোনও অগ্রগতি হয়নি। হত্যাকারী এবং তাদের সহযোগীদের আগামী ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের আগে বিচারের আওতায় আনা হোক। আন্দোলনকারীরা স্লোগান তোলে, “হাদির রক্ত আমরা বৃথা যেতে দেব না”, “আমার ভাই কবরে শুয়ে আছে, খুনিরা কেন মুক্ত?” বিক্ষোভকারীদের আরও দাবি, হাদির হত্যাকারীদের আশ্রয় দিয়েছে ভারত। নয়াদিল্লি যদি তাদের হস্তান্তর না করে, তাহলে ঢাকার উচিত আন্তর্জাতিক আদালতে যাওয়া।
গত ১৮ ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে মারা যান। তারপরই উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। ফের শুরু হয় হিন্দু নির্যাতন। হাদি হত্যার পালটায় দীপু দাস-সহ একাধিক হিন্দু যুবককে খুন হতে হয়। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস হাদিকে ‘শহিদ’ তকমা দিয়ে, পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন। অথচ দীপু হত্যায় টুঁ শব্দটি করেননি ইউনুস বা তাঁর কোনও সহকর্মী। এদিকে নিজেদের ব্যর্থতা ঢাকতে হাদির হত্যাকারীরা মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে বলে দাবি করেছে ইউনুসের পুলিশ। যদিও সে দাবি স্পষ্টভাষায় খারিজ করে দিয়েছে বিএসএফ ও মেঘালয় পুলিশ। এই পরিস্থিতিতে মঙ্গলবার হাদি হত্যার বিচারের চেয়ে ফের পথে নামলেন ‘ইনকিলাব মঞ্চ’-এর কর্মী-সদস্যরা। ভারত-বিরোধী স্লোগানে স্লোগানে উত্তপ্ত হল ঢাকা।
