ভোটের বাকি আর হাতে গোনা কয়েকটা দিন। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেইসঙ্গে জুলাই সনদ কার্যকর করতে হবে গণভোটও। এই পরিস্থিতিতে কিছুদিন আগেই ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফিরেছেন সে দেশের প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপার্সন তথা সদ্যপ্রয়াত নেত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। তিনি এবারের ভোটে বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের কাছ থেকে প্রতীক পাওয়ার আগেই নিজের শ্বশুরবাড়ির এলাকা সিলেট থেকে ভোটের প্রচারে নামলেন তারেক। বুধবার রাতেই তিনি পৌঁছে গিয়েছিলেন সিলেটের সিলাম এলাকায়। এখানেই তাঁর স্ত্রী জোবাইদা রহমানের বাড়ি। তারেক সেখানকার জামাই, তাই তাঁর কদরও বেশি। সেই সুযোগ কাজে লাগিয়েই ধানের শীষ প্রতীককে জেতানোর কথা বললেন তারেক।
সিলেটে জনতার মাঝে 'জামাই' তারেক রহমান।
বুধবার প্রায় মাঝরাতে সিলাম ইউনিয়নে নিজের শ্বশুরবাড়ি গিয়ে পৌঁছন তারেক রহমান। সঙ্গে ছিলেন স্ত্রী জোবাইদা রহমানও। ওই রাতেই তাঁদের ঘিরে ব্যাপক ভিড় দেখা যায়। তাঁদের উদ্দেশেই তারেক বলেন, ''নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী আমরা এখন আনুষ্ঠানিকভাবে ধানের শীষে ভোট চাইতে পারি। ধানের শীষকে জয়যুক্ত করতে হবে।'' তিনি বলেন, ''বহুদিন পর, বহু বছর পর আপনাদের এলাকার সন্তান ডা. জোবাইদা রহমান এবং আমি বাড়িতে এসেছি। আজ আপনাদের মেয়ে যখন এসেছে, তখন তাঁর সম্মান আপনাদেরই রক্ষা করতে হবে। আপনাদের মেয়ের সম্মান রক্ষা করা আপনাদের দায়িত্ব। আর সেই সম্মান তখনই নিশ্চিত হবে, যখন এখানে ধানের শীষ জয়যুক্ত হবে।'' রীতিমতো প্রচারের ঢঙেই জনতার কাছে তারেক জানতে চান, ''এই এলাকা থেকে, বিরাইমপুর, দক্ষিণ সুরমা থেকে ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করতে পারবেন তো?'' জবাবে উপস্থিত জনতা বিএনপিকে ভোট দেওয়ার আশ্বাস দেন।
১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফিরেছেন সে দেশের প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপার্সন তথা সদ্যপ্রয়াত নেত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। তিনি এবারের ভোটে বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের কাছ থেকে প্রতীক পাওয়ার আগেই নিজের শ্বশুরবাড়ির এলাকা সিলেট থেকে ভোটের প্রচারে নামলেন তারেক।
বৃহস্পতিবার সকালেও তরুণ প্রজন্মের কাছে একদফা প্রচার সারেন তারেক। সিলেটের ‘দ্য প্ল্যান, ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক আলোচনায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান। উল্লেখ্য, দেশে ফিরে প্রথম ভাষণেই তারেক বলেছিলেন, ''আই হ্যাভ এ প্ল্যান।'' এবার ধীরে ধীরে সেই পরিকল্পনাকেই কি জনসংযোগে কাজ লাগাচ্ছেন তিনি? কারণ ওই সভায় তরুণদের ভাবনা শুনেছেন তারেক, পাশাপাশি দেশ গড়া নিয়ে বিভিন্ন প্রসঙ্গে তাঁদের সঙ্গে খোলামেলা আলোচনাও করেন। পরে তিনি আলিয়া মাদ্রাসার মাঠে আনুষ্ঠানিকভাবে প্রথম নির্বাচনী জনসভায় যোগ দেবেন।
