shono
Advertisement
Bangladesh

ফের বাংলাদেশে হামলার মুখে হিন্দু, প্রৌঢ়কে ধারাল অস্ত্রের কোপ! পুড়িয়ে মারার চেষ্টা উন্মত্ত জনতার

এটি বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার চতুর্থ আক্রমণের ঘটনা।
Published By: Kishore GhoshPosted: 04:31 PM Jan 01, 2026Updated: 05:06 PM Jan 01, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটা ডেস্ক: ইউনুসের বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন অব্যাহত। এবার কট্টরপন্থী সহিংস গোষ্ঠীর হামলার মুখে পড়লেন খোকন দাস নামের এক হিন্দু ব্যক্তি। অভিযোগ, বছর ৫০-এর ওই ব্যক্তিকে প্রথমে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এরপর গুরুতর আহত প্রৌঢ়কে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করে উন্মত্ত জনতা। গত ৩১ ডিসেম্বর এই হামলা হয় শরিয়তপুর জেলায়। বৃহস্পতিবার তা প্রকাশ্যে এসেছে।

Advertisement

জানা গিয়ছে, পঞ্চাশ বছরের খোকন দাস নিজের বাড়ি ফিরছিলেন, সেই সময় তাঁর উপর চড়াও হয় একদল কট্টরপন্থী উন্মত্ত জনতা। তারা অস্ত্র দিয়ে আঘাত করে খোকনকে। এরপর পুড়িয়ে চেষ্টা করে তাঁকে। এটি বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার চতুর্থ আক্রমণের ঘটনা। উল্লেখ্য, এর আগে গত ২৪ ডিসেম্বর বাংলাদেশের কালিমোহর ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকায় ২৯ বছরের যুবক অমৃত মণ্ডলকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকা উপজেলায় ২৫ বছরের দীপু চন্দ্র দাসকে পিটিয়ে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়। এরপর আগুন লাগানো হয় শরীরে।

মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের বিরুদ্ধে ক্রমবর্ধমান সহিংসতা দেখা গিয়েছে। যা নিয়ে সরব দেশ ও বিদেশের মানবাধিকার সংগঠনগুলি। দীপুর হত্যার ঘটনায় পদ্মাপাড়ের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছিল ভারত। যদিও ইউনুস প্রশাসন দাবি করে, বাংলাদেশে সংখ্যালঘুরা ভালো আছে। দীপুহত্যা বিচ্ছিন্ন ঘটনা।    

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পঞ্চাশ বছরের খোকন দাস নিজের বাড়ি ফিরছিলেন, সেই সময় তাঁর উপর চড়াও হয় একদল কট্টরপন্থী উন্মত্ত জনতা।
  • গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকা উপজেলায় ২৫ বছরের দীপু চন্দ্র দাসকে পিটিয়ে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়।
Advertisement