shono
Advertisement
Bangladesh

আগামী বছর ইদে দীর্ঘ ছুটি বাংলাদেশে, ইউনুসের তালিকায় দুর্গাপুজোয় কদিন বরাদ্দ?

রবিবার ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম ছুটির তালিকা প্রকাশ করেছেন।
Published By: Sucheta SenguptaPosted: 04:35 PM Nov 09, 2025Updated: 04:37 PM Nov 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে সাধারণ নির্বাচন। তৈরি হবে নতুন স্থায়ী সরকার। তার পরবর্তী সময়ে যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার কথা নতুন সরকারেরই। তবে তার আগেই আগামী বছরের ছুটির তালিকা প্রকাশ করে দিল মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তাতে দেখা যাচ্ছে, ২০২৬ সালে ভিন্ন সময়ে ইদ উপলক্ষে ছুটি অন্তত ১৯ দিন! এর বাইরে সাপ্তাহিক ছুটিও রয়েছে। এর মধ্যে দুর্গাপুজোর জন্য মাত্র ২ দিন ছুটি বরাদ্দ করা হয়েছে। তা নিয়ে বাংলাদেশের সংখ্যালঘু মহলে সমালোচনার সুরও শোনা যাচ্ছে।

Advertisement

রবিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মহম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম ২০২৬ সালের ছুটির তালিকা প্রকাশ করেছেন। তাতে জানিয়েছেন, শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি এবং ইদ-উল-আজহা ও ইদ-উল-ফিতর মিলিয়ে মোট ছুটির দিনের সংখ্যা দাঁড়াবে ২৮ দিন। সাপ্তাহিক ছুটির সংখ্যা এর মধ্যে ৯ দিন। দুর্গাপুজোয় ছুটি বরাদ্দ হয়েছে ২ দিন। ছুটি নিয়ে বিস্তারিত জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, ''ইদ-উল-ফিতরে ৫ দিন, ইদ-উল-আজহায় ৬ দিন এবং শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি। ২০২৬ সালের ছুটির তালিকায় সাধারণ ছুটি ও উৎসব উপলক্ষে ছুটি মিলিয়ে মোট ২৮ দিন। তবে এর মধ্যে ৯ দিন শুক্রবার ও শনিবার পড়েছে, ফলে কার্যত সরকার ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মূল ছুটি ১৯ দিন হবে।''

এর আগে ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০২৫ সালে মোট ছুটি ছিল ২৬ দিন। এর মধ্যে সাধারণ ছুটি ছিল ১২ দিন এবং নির্বাহী আদেশের ছুটি ছিল ১৪ দিন। তবে সেই তালিকাতেও মোট ৯ দিন সাপ্তাহিক ছুটি হিসেবে অন্তর্ভুক্ত ছিল। সেই তুলনায় এবছর উৎসবে ছুটির সংখ্যা একটু বেশি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলাদেশে আগামী বছর ইদে দীর্ঘ ছুটি, দুর্গাপুজোয় মাত্র ২ দিন!
  • রবিবার ছুটির তালিকা প্রকাশ করলেন ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম।
Advertisement