shono
Advertisement
Bangladesh

জুলাই সনদ স্বাক্ষর নিয়ে রণক্ষেত্র ঢাকা, সংসদ ভবন চত্বরে পুলিশ-জুলাই যোদ্ধা সংঘর্ষ

পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা, সরকারি সম্পত্তি নষ্ট-সহ একাধিক মামলা দায়ের হয়েছে।
Published By: Sucheta SenguptaPosted: 06:05 PM Oct 18, 2025Updated: 07:10 PM Oct 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জুলাই সনদ স্বাক্ষর নিয়ে ফের উত্তপ্ত ঢাকা। শনিবার দুপুরে সংসদ ভবন এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালেন 'জুলাই যোদ্ধা'রা। তাঁদের অনেকের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে। এর আগের একটি মামলায় অন্তত ৯০০ জনকে আসামি করা হয়েছে। শনিবারের ঘটনাতেও পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা, সরকারি সম্পত্তি নষ্ট-সহ একাধিক মামলা দায়ের হয়েছে। এই খবর জানিয়েছেন ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তথা ওসি কাশৈন্যু মারমা। ভিডিও ও সিসিটিভি ফুটেজ দেখে তাঁদের চিহ্নিত করার কাজ চলছে।

Advertisement

শনিবার ঠিক কী নিয়ে এতটা উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি? জানা গিয়েছে, এই সনদ সংশোধন, সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভূক্ত করা এবং 'জুলাই যোদ্ধা'দের স্বীকৃতির দাবিতে বৃহস্পতিবার রাত থেকেই সংসদ ভবনের মূল ফটকের বাইরে জমায়েত হতে শুরু করেছিলেন বিক্ষোভকারীরা। এই স্বাক্ষর অনুষ্ঠান শুরুর নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘণ্টা আগে দুপুরে সংসদ ভবনের সামনে জড়ো হন 'জুলাই যোদ্ধা'রা। সেখান থেকে ভিড় হঠাতে অন্তত কয়েকশ বিক্ষোভকারীর উপর পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ। দু'পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ পুলিশের বাধা পেরিয়ে সংসদ ভবনের মূল ফটক টপকে ভিতরে ঢোকার চেষ্টা করেন তাঁরা। ভিতরে ঢুকে অনুষ্ঠানের জন্য তৈরি করে রাখা মঞ্চের সামনে এসে অতিথিদের জন্য বরাদ্দ চেয়ারে বসে পড়েন 'জুলাই যোদ্ধা' পরিচয় দেওয়া বিক্ষোভকারীরা।

অন্যদিকে, সংসদ ভবনের আরেকটি গেট দিয়ে দুপুর নাগাদ ঢুকতে থাকেন আরেকদল 'জুলাই যোদ্ধা'। তখন ভিতরে যাঁরা ছিলেন, বাইরে বেরিয়ে আসতে থাকেন। দু'পক্ষকে সামলাতে হিমশিম খান পুলিশ কর্তারা। কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড প্রয়োগ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। অন্যদিকে, বিক্ষোভকারীরাও রাস্তায় অগ্নিসংযোগ করে ইট-পাটকেল ছুড়ে বিক্ষোভ চালিয়ে যান। এহেন বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় এতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জুলাই সনদ স্বাক্ষর নিয়ে কার্যত রণক্ষেত্র ঢাকার সংসদ ভবন চত্বর।
  • পুলিশের সঙ্গে 'জুলাই যোদ্ধা'দের সংঘর্ষ।
  • পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা, সরকারি সম্পত্তি নষ্ট-সহ একাধিক মামলা দায়ের।
Advertisement