shono
Advertisement

Breaking News

Bangladesh

সময়সীমা আগামী সপ্তাহ পর্যন্ত, ৫ দফা দাবিতে ইউনুসকে 'চরম হুঁশিয়ারি' জামাতের

গণভোট, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন-সহ একাধিক দাবিতে চাপ বাড়ছে ইউনুসের উপর।
Published By: Sucheta SenguptaPosted: 04:42 PM Nov 06, 2025Updated: 04:44 PM Nov 06, 2025

নিজস্ব সংবাদদাতা, ঢাকা: বাংলাদেশে আগামী বছর সাধারণ নির্বাচনের পাশাপাশি গণভোটের দাবিও উঠছে। আর এনিয়ে এবার ৫ দফা দাবিতে ইউনুস সরকারের উপর চাপ বাড়াল জামাত। আগামী ১১ নভেম্বরের মধ্যে ৫ দফা দাবি মেনে নিতে হবে অন্তর্বর্তী সরকারকে। তা জানিয়ে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে 'চরম হুঁশিয়ারি' দিয়েছে জামাত-ই-ইসলামি। তাদের দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামাত-ই-ইসলামির সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

Advertisement

কোন পাঁচদফা দাবিতে ইউনুসকে হুঁশিয়ারি দিল জামাত? প্রথমত, দলটি নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, দ্বিতীয়ত, রাজনৈতিক হয়রানি ও গ্রেপ্তার বন্ধ, তৃতীয়ত, নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা ও বাধাহীনভাবে রাজনৈতিক সংগঠনের কার্যক্রম। বৃহস্পতিবার এই পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টা ইউনুসের কাছে স্মারকলিপি দিয়েছেন জামাতের প্রতিনিধিরা। সবশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন দলের সচিব মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘‘বৃহস্পতিবার সাপ্তাহিক বৈঠক চলছিল। সেই বৈঠক থেকে প্রধান উপদেষ্টার নির্দেশে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান আমাদের সঙ্গে দেখা করেন।''

এদিকে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের বক্তব্য, ‘‘সরকার রাজনৈতিক দলগুলোকে ৭ দিনের সময় বেঁধে দিয়েছে। এই সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলো যদি সম্মিলিত সিদ্ধান্তে পৌঁছতে ব্যর্থ হয়, তাহলে সরকার নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করবে। এর আগে দুপুর পৌনে ১টার পর তাঁরা যমুনায় পৌঁছন। সেখানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমানের কাছে স্মারকলিপি দেন আট দলের প্রতিনিধিরা। সরকার রাজনৈতিক দলগুলোকে ৭ দিনের সময় বেঁধে দিয়ে অপেক্ষা করছে। এই সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলো যদি সম্মিলিত সিদ্ধান্তে পৌঁছতে ব্যর্থ হয়, তাহলে সরকার নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করবে।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলাদেশে নির্বাচনের আগে ৫ দফা দাবিতে ইউনুসের উপর চাপ বাড়াল জামাত।
  • গণভোট, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন-সহ মোট পাঁচদফা দাবিতে 'চরম হুঁশিয়ারি'।
  • ১১ নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হল।
Advertisement