shono
Advertisement
Dhaka

ফের বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে অরাজকতা! অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাকা মেডিক্যাল কলেজ

রবিবার দুপুরের মধ্যে মেডিক্যাল পড়ুয়াদের হস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
Published By: Sucheta SenguptaPosted: 07:27 PM Jun 21, 2025Updated: 07:38 PM Jun 21, 2025

নিজস্ব সংবাদদাতা, ঢাকা: ফের অশান্তি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে। ঢাকা মেডিক্যাল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হল। পাশাপাশি সব আবাসিক শিক্ষার্থীকে হস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, রবিবার থেকে ঢাকা মেডিক্যাল কলেজের এমবিবিএস ছাত্রছাত্রীদের অ্যাকাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এবং শিক্ষার্থীদের রবিবার দুপুর ১২টার মধ্যে হোস্টেল ছাড়তে হবে।

কিন্তু কেন আচমকা এমন বিশৃঙ্খল পরিস্থিতি? সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরে নিরাপদ ক্যাম্পাস, আবাসন-সহ পাঁচ দাবিতে আন্দোলন করছিলেন ঢাকা মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। এদিকে, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীদের দাবি, আজকের (শনিবার) মধ্যে দাবি না মানা হলে রবিবার ‘ঢাকা ব্লকেড’ কর্মসূচি পালন করা হবে। এদিন এই ঘোষণা করেছেন মেডিক্যাল শিক্ষার্থীরা।

উপাচার্যবিরোধী আন্দোলনে জড়ানো শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ প্রত্যাহার-সহ ৫ দফা দাবিতে রাজধানীর ভাটারা নতুনবাজারে সড়ক অবরোধ করে শনিবার সকাল থেকেই বিক্ষোভ করছেন ইউআইইউর শিক্ষার্থীরা। তাঁদের সঙ্গে একাত্মতা জানিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন প্রাইভেট ইউনিভার্সিটি অ্যালায়েন্স অফ বাংলাদেশও অংশ নেয়। সংগঠনটির নেতারা ঘোষণা করেন, ইউআইইউ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি না মানা হলে রবিবার পুরো ঢাকায় ব্লকেড কর্মসূচি করবেন তাঁরা। সকাল সাড়ে ৮টা নাগাদ তাঁরা এই কর্মসূচি শুরু করেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁরা সড়কেই অবস্থান করছেন। এতে করে কুড়িল থেকে বাড্ডা ও গুলশন অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে সীমাহীন দুর্ভোগের শিকার হন পথচারীরা।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে ফের অরাজক পরিস্থিতি।
  • ঢাকা মেডিক্যাল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ।
  • রবিবার দুপুরের মধ্যে মেডিক্যাল পড়ুয়াদের হস্টেল ছাড়তে হবে, সভায় ঘোষণা।
Advertisement