shono
Advertisement
Sheikh Hasina

হাসিনা মামলার রায় ঘোষণার আগেই পরপর বিস্ফোরণ ঢাকায়, দেখামাত্র গুলির নির্দেশ পুলিশকে

ঢাকা এবং সংলগ্ন এলাকাগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ।
Published By: Anwesha AdhikaryPosted: 08:37 AM Nov 17, 2025Updated: 09:15 AM Nov 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার আগেই পরপর প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল ঢাকা। সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, রবিবার গভীর রাতেই একাধিক বোমা বিস্ফোরণ হয়েছে ঢাকায়। এখনও বিস্ফোরণের জেরে হতাহতের খবর মেলেনি। তবে ঢাকা এবং সংলগ্ন এলাকাগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ।

Advertisement

রয়টার্স সূত্রে খবর, রবিবার রাতে থানা সংলগ্ন এলাকায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। এছাড়াও মহম্মদ ইউনুসের পরামর্শদাতাদের একজনের বাড়ির বাইরে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। বাংলাদেশি সংবাদমাধ্যম সূত্রে খবর, ঢাকার তিতুমীর কলেজের মূল ফটকের সামনে এবং আমতলি মোড় এলাকায় বিস্ফোরণ ঘটেছে। আরও বেশ কিছু এলাকায় বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। মূলত রবিবার রাত দেড়টা নাগাদ অশান্তি শুরু হয়েছে ঢাকায়।

অশান্তি রুখতে ব্যাপক কড়াকড়ি করেছে ঢাকা পুলিশ। কেউ যদি বাসে আগুন ধরাতে চায় বা ককটেল বোমা ছুড়তে যায়, তাহলে দেখামাত্র গুলি চালাতে হবে। প্রত্যেক পুলিশ কর্মীকে এই নির্দেশ দিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার সাজ্জাত আলি। উল্লেখ্য, রায় ঘোষণা ঘিরে আগেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। সেনাবাহিনী মোতায়েনের আর্জি জানিয়ে সেনাসদরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট। তা সত্ত্বেও রবিবার রাত থেকেই উত্তাল বাংলাদেশের রাজধানী।

প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা-সহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার এই রায়দান সরাসরি সম্প্রচারিতও হবে। একই সঙ্গে ঢাকার বিভিন্ন স্থানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বড় পর্দায় দেখানো হবে। ইতিমধ্যেই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামি লিগ। তাদের তরফে নাশকতা ছড়ানো হবে বলেও আশঙ্কা রয়েছে। সেই আশঙ্কা সত্যি করে বোমা বিস্ফোরণে কেঁপেছে ঢাকা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মহম্মদ ইউনুসের পরামর্শদাতাদের একজনের বাড়ির বাইরে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।
  • অশান্তি রুখতে ব্যাপক কড়াকড়ি করেছে ঢাকা পুলিশ। কেউ যদি বাসে আগুন ধরাতে চায় বা ককটেল বোমা ছুড়তে যায়, তাহলে দেখামাত্র গুলি চালাতে হবে।
  • জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা-সহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
Advertisement