নিজস্ব সংবাদদাতা, ঢাকা: আগামী বছর জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপকে স্বাগত জানিয়েছে অন্যতম বিরোধী দল বিএনপি। পাশাপাশি রোডম্যাপ ঘোষণাকে সরকারের প্রতিশ্রুতিভঙ্গের শামিল বলে উল্লেখ করে অসন্তোষ প্রকাশ করেছে ছাত্রদের নিয়ে তৈরি রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। জামাত-ই-ইসলামিরও বক্তব্য একই। সুষ্ঠু নির্বাচন বানচাল করার নীল নকশা বলে এই রোডম্যাপকে উল্লেখ করেছে জামাত। বাংলাদেশে আগামী বছরের ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের কথা ঘোষণা করেছে ইউনুস সরকার।
শুক্রবার ঢাকায় সাংবাদিক সম্মেলনে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, ‘‘জুলাই সনদ প্রকাশের আগে নির্বাচনের রোডম্যাপ দেওয়া জনগণের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। জুলাই গণ-অভ্যুত্থানে হাজারও শহিদের আত্মত্যাগের বিনিময়ে দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল, বিচার ও সংস্কার। সেই লক্ষ্যে সরকার বিভিন্ন সংস্কার কমিশন গঠন করে, যেখানে অন্যান্য রাজনৈতিক দলের মতো জাতীয় নাগরিক পার্টিও নিজেদের মতামত দিয়েছে।''
নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন ভণ্ডুলের 'নীল নকশা' বলে মন্তব্য করেছেন জামাত-ই-ইসলামির নায়েবে আমির ও প্রাক্তন সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কালীর বাজার ইউনিয়নে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে তিনি এই মন্তব্য করেন। তাঁর কথায়, ''চূড়ান্ত সংস্কারের সিদ্ধান্তে পৌঁছনোর আগেই প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। বিচার এখনও দৃশ্যমান হয়নি। এর মাঝে বোধহয় তিনি কোনও শক্তির কাছে মাথা নত করেছেন আর নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন।''
খালেদা জিয়ার বিএনপি অবশ্য নির্বাচনী রোডম্যাপ নিয়ে খুশি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সমস্যা সমাধানে নির্বাচন করার কোনও বিকল্প নেই। যাঁরা নির্বাচনে বাধা দেওয়া কিংবা বর্জনের সিদ্ধান্ত নিচ্ছেন, তাঁদের উদ্দেশে বিএনপি মহাসচিবের বার্তা, যারা হটকারী সিদ্ধান্ত নেবে, তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। এবারের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলেও প্রত্যাশা করেছেন তিনি।
