shono
Advertisement
Bangladesh

বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ মাইলফলক! তরুণদের টানতে এবার ময়দানে বৈষম্যবিরোধী ছাত্রদের যুব শাখা

২৮ ফেব্রুয়ারি প্রকাশ্যে আসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল এনসিপি।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 09:28 PM May 13, 2025Updated: 09:28 PM May 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহুদিনের ইচ্ছেপূরণ হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। তাঁদের দাবি মেনে বাংলাদেশের আওয়ামি লিগকে নিষিদ্ধ করে দিয়েছে মহম্মদ ইউনুসের সরকার। ফলে রাজনীতির ময়দান থেকে কাঁটা সরিয়ে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এবার আগামী ১৬ মে আত্মপ্রকাশ ঘটতে চলেছে তাদের যুব শাখা 'জাতীয় যুব শক্তি'র। ছাত্রদের বক্তব্য, বাংলাদেশ গঠনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে এই দল। 

Advertisement

জানা গিয়েছে, ওইদিন রাজধানী ঢাকার গুলিস্তানে এক অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করবে জাতীয় যুব শক্তি। আজ মঙ্গলবার ঢাকার বাংলামোটরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দল গঠনের শুরু থেকেই আমরা দেশের তরুণদের একত্রিত করার লক্ষ্যে কাজ করছি। ইতিমধ্যে ৬৪টি জেলায় ঘুরে মানুষের মতামত নিয়েছি, তথ্য সংগ্রহ করেছি। এই অভিজ্ঞতার ভিত্তিতে আমরা ভাবছি, নতুন বাংলাদেশ গড়ার রূপরেখা কেমন হবে।”

নাসিরুদ্দিন পাটওয়ারি আরও বলেন, “বাংলাদেশ এখন এক বিরল সুযোগের মুখোমুখি, যা কোনও দেশের ক্ষেত্রে ১০০ বা ২০০ বছরে একবার আসে। দেশের মোট জনসংখ্যার ৪০ শতাংশের বেশি তরুণ। এই বিশাল তরুণ জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ ও সংগঠিত করেই আমরা জাতির ভাগ্য পরিবর্তনের চেষ্টা করছি। যেভাবে একসময় ছাত্রশক্তি স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে দেশের গতিপথ পালটে দিয়েছিল, ঠিক তেমনি জাতীয় যুব শক্তি ভবিষ্যতের বাংলাদেশ গঠনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে।" প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাহিদ ইসলামকে আহ্বায়ক করে গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশ্যে আসে এনসিপি। যা বাংলাদেশের ইতিহাসের প্রথম ছাত্রদের নেতৃত্বাধীন রাজনৈতিক দল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বহুদিনের ইচ্ছেপূরণ হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। তাঁদের দাবি মেনে বাংলাদেশের আওয়ামি লিগকে নিষিদ্ধ করে দিয়েছে মহম্মদ ইউনুসের সরকার।
  • রাজনীতির ময়দান থেকে কাঁটা সরিয়ে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
  • আগামী ১৬ মে আত্মপ্রকাশ ঘটতে চলেছে তাদের যুব শাখা 'জাতীয় যুব শক্তি'র। ছাত্রদের বক্তব্য, বাংলাদেশ গঠনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে এই দল। 
Advertisement