shono
Advertisement
Bangladesh

আওয়ামি লিগ-যোগে 'মন বান্ধিবি কেমনে' গানের জনপ্রিয় শিল্পী গ্রেপ্তার বাংলাদেশে

আওয়ামি লিগের হয়ে লড়াই করে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মমতাজ বেগম।
Published By: Sucheta SenguptaPosted: 01:37 PM May 13, 2025Updated: 01:40 PM May 13, 2025

নিজস্ব সংবাদদাতা, ঢাকা: নিষিদ্ধ ঘোষণা হতেই আওয়ামি লিগের নেতানেত্রীদের উপর নামল আইনি খাঁড়া! এবার গ্রেপ্তার আওয়ামি লিগের প্রাক্তন সাংসদ তথা দুই বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী মমতাজ বেগম। সোমবার রাত ১২টা নাগাদ ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, ধানমন্ডির বাড়ি থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় পুলিশের কার্যলয়ে। জনপ্রিয় লোকসঙ্গীত - 'আমার হাত বান্ধিবি পা বান্ধিবি/মন বান্ধিবি কেমনে?' মমতাজ বেগমের গলায় অতি বিখ্যাত হয়ে উঠেছিল।

Advertisement

ঢাকা মহানগর পুলিশের হাতে গ্রেপ্তার গায়িকা মমতাজ বেগম।

২০২৪ সালের জুলাই-আগস্টে বাংলাদেশে হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের পর থেকেই আড়ালে ছিলেন মমতাজ বেগম। রাজনীতি তো বটেই, সামাজিক যোগাযোগমাধ্যমেও দীর্ঘ সময়ে তাঁকে দেখা যায়নি। ১৬ জুলাইয়ের পর তাঁর ফেসবুক পেজে আর কোনও পোস্ট ছিল না। অথচ আগে প্রতিদিনই কিছু না কিছু পোস্ট দেখা যেত। ১৩ অক্টোবর রাতে তাঁর বিখ্যাত গান 'আমার হাত বান্ধিবি পা বান্ধিবি/মন বান্ধিবি কেমনে?' ভিডিও পোস্ট করে সোশাল মিডিয়ায় ফিরে আসেন তিনি। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকেই মন্তব্য করেন, ‘কোথায় ছিলেন?’ সঙ্গীত ও রাজনীতি - দুই জগতেই জনপ্রিয় হয়ে উঠেছিলেন মমতাজ বেগম। আওয়ামি লিগের হয়ে লড়াই করে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। গ্রামীণ শ্রোতাদের কাছে গায়িকার জনপ্রিয়তা ছিল ঈর্ষণীয়।

তবে ২০২৪ সালের জাতীয় নির্বাচনে নিজের সংসদীয় এলাকা মানিকগঞ্জ-২ আসনে নির্দল প্রার্থীর কাছে হেরে যান মমতাজ বেগম। তারপর থেকেই ধীরে ধীরে রাজনীতির পথ থেকে সরে আড়ালে চলে যান তিনি। কিন্তু সূত্রের খবর, ধানমন্ডির একটি বাড়ি থেকে খুনের মামলায় গায়িকাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ। যদিও মামলার বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি পুলিশের তরফে। মমতাজ বেগমের গ্রেপ্তারিতে দেশের শিল্পীমহল ক্ষুব্ধ। তবে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। বিষয়টি যে আওয়ামি লিগের বিরুদ্ধে পুলিশের কঠোর দমনমূলক আচরণ, তা অনেকেই বলছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আওয়ামি লিগ নিষিদ্ধ হওয়ার পরই বাংলাদেশে গ্রেপ্তার জনপ্রিয় সঙ্গীতশিল্পী।
  • প্রাক্তন আওয়ামি লিগ সাংসদ মমতাজ বেগমকে ঢাকার ধানমন্ডি থেকে গ্রেপ্তার করল ঢাকা মহানগর পুলিশ।
Advertisement