shono
Advertisement
Bangladesh

সরস্বতী পুজোর ব্যানারের উপর ইসলামি শিবিরের পোস্টার! তসলিমার দাবি ঘিরে বিতর্ক

বাংলাদেশে এখন বিপন্ন হিন্দুরা। মনে আশঙ্কা, ভয় নিয়েই তাঁদের পুজোর আয়োজন করতে হচ্ছে।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 09:26 PM Jan 28, 2025Updated: 10:43 AM Jan 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র হাতে গোনা কয়েকদিন। তারপরই সরস্বতী পুজো। তোড়জোড় শুরু হয়েছে বাংলাদেশেও। বিভিন্ন স্কুল-কলেজে লাগানো হয়েছে ব্যানার। কিন্তু 'নতুন' বাংলাদেশে এখন বিপন্ন হিন্দুরা। মনে আশঙ্কা, ভয় নিয়েই তাঁদের পুজোর আয়োজন করতে হচ্ছে। কিন্তু এর মধ্যেও অশান্তির ছায়া। সরস্বতী পুজোর ব্যানারের উপর লাগিয়ে দেওয়া হয়েছে ইসলামি শিবিরের পোস্টার! এমনই দাবি করেছেন লেখিকা তসলিমা নাসরিন। 

Advertisement

আজ মঙ্গলবার ফেসবুকে একটি ছবি পোস্ট করেন তসলিমা। সেখানে দেখা যাচ্ছে, একটি গেটে সরস্বতী পুজোর ব্যানার লাগানো। কিন্তু পরে সেই ব্যানারের উপরে লাগানো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পোস্টার। এই পোস্টের মধ্যে লেখিকা লেখেন, 'সরস্বতী পুজোর ব্যানার ঢেকে দেওয়া হয়েছে ইসলামি শিবিরের দোয়ার পোস্টার দিয়ে। এই কলেজেই যদি ঈদ-ই-মিলাদুন্নবীর ব্যানার ঢেকে দেওয়া হতো শিবলিঙ্গে দুধ ঢালার পোস্টার দিয়ে?' এরপরই শুরু হয়েছে বিতর্ক।

উল্লেখ্য, গত নভেম্বর মাস থেকে বাংলাদেশে হিন্দু নির্যাতন চরম আকার নিয়েছে। বাড়ি-দোকানপাটে হামলার পাশাপাশি সংখ্যালঘুদের পিটিয়ে মারারও অভিযোগ উঠেছে। গ্রেপ্তার হয়েছেন ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভু। ভাঙচুর হয়েছে ইসকনের মন্দিরেও। যা নিয়ে কড়া বার্তা দিয়েছে ভারত। এই পরিস্থিতিতে ঢাকা সফরে গিয়েছিলেন বিদেশ সচিব বিক্রম মিসরি। কিন্তু তাতেও হিন্দু নির্যাতন রুখতে তেমন কোনও পদক্ষেপ করেনি মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার। উলটে ইউনুসের উপদেষ্টারা একের পর এক ভারতবিরোধী মন্তব্য করে যাচ্ছেন।

এছাড়া বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি তাতে আন্তর্জাতিক মহলের অনেকেই বলছে, হাসিনাহীন বাংলাদেশ মৌলবাদীদের আখড়া হয়ে উঠছে। ইউনুস প্রশাসনে প্রভাব বাড়ছে পাকপন্থী জামাতের। জেল থেকে মুক্তি পেয়েছে আল কায়দা শাখা সংগঠনের নেতা জসীমউদ্দিন রহমানির মতো জেহাদিরা। বিভিন্ন মামলা থেকে নিষ্কৃতি পাচ্ছে রাজাকাররা। এর মাঝেই গতকাল চট্টগ্রাম অস্ত্র চোরাচালান মামলায় আলফা কমান্ডার পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ড খারিজ করে দিয়েছে বাংলাদেশের হাই কোর্ট। তার ফাঁসির সাজা কমিয়ে যাবজ্জীবনের নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বহুল আলোচিত এই মামলায় সেদেশের প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর-সহ ছয়জন আসামিকেও বেকসুর খালাস করেছে আদালত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আর মাত্র হাতে গোনা কয়েকদিন। তারপরই সরস্বতী পুজো। তোড়জোড় শুরু হয়েছে বাংলাদেশেও।
  • বিভিন্ন স্কুল-কলেজে লাগানো হয়েছে ব্যানার। কিন্তু 'নতুন' বাংলাদেশে এখন বিপন্ন হিন্দুরা। মনে আশঙ্কা, ভয় নিয়েই তাঁদের পুজোর আয়োজন করতে হচ্ছে।
  • সরস্বতী পুজোর ব্যানারের উপর লাগিয়ে দেওয়া হয়েছে ইসলামি শিবিরের পোস্টার! এমনই দাবি করেছেন লেখিকা তসলিমা নাসরিন। 
Advertisement