সংবাদ প্রতিদিন ডিজটাল ডেস্ক: বাংলাদেশে নির্বাচনে কাঠি পড়েছে। সোমবার ঢাকা-১৭ আসন এবং বগুড়ায় মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্য়ান তারেক রহমান। এদিনে সাড়ে এগারোটা নাগাদ সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরির কাছে তারেকের মনোনয়নপত্র জমা পড়ে।
বিএনপির প্রধান নির্বাচন সমন্বয়ক ও চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছি।’ আব্দুস সালাম তারেক রহমানের চিফ কো-অর্ডিনেটর ও প্রধান নির্বাচনী এজেন্টও। মনোননয়নপত্র জমা দেওয়ার সময় আবদুস সালামের সঙ্গে সহকারী কো-অর্ডিটের ফরহাদ হালিম ডোনার, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, তানভীর আহমেদ রবিন-সহ ৫ জন ছিলেন। ঢাকা-১৭ ছাড়াও বগুড়া-৬ আসনের জন্য ফর্ম জমা দেওয়া হয়।
উল্লেখ্য, ১৭ বছর পর বাংলাদেশে ফিরেছেন খালেদা জিয়ার ছেলে তারেক। বিশ্লেষকদের একাংশের দাবি, শেখ হাসিনা দেশ ছাড়ার পরে পদ্মাপাড়ের যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিল, তা তারেক ফিরে আসায় পূর্ণ হয়েছে। গত দু'দিনে একাধিক এনসিপি নেতা দল ছেড়েছেন। বিশেষত বৈষম্য বিরোধী ছাত্রদের দল জামাতের সঙ্গে জোট গঠনের পরেই পদতদ্যাগের হিড়িক পড়ে গিয়েছে।
বাংলাদশে নির্বাচন ঘোষণার পর থেকেই আসন ভাগাভাগি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহদের সঙ্গে দড়ি টানাটানি চলছিল জামাতের। শেষ পর্যন্ত বিপ্লবের মুখোশ খুলে ফেলল ‘বিপ্লবী’রা। রবিবার জামাতের আমির শফিকুর রহমান জানান, গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি- এনসিপি ও কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি জামাতের নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে। পরে এই বিষয়ে নিশ্চিত করা হয় এনসিপির তরফ থেকেও। এরপরেই কট্টরপন্থী জামাতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে একের পর এক এনসিপি নেতা পদত্যাগ করেন।
