সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বঙ্গজয়ের স্বপ্নে বুঁদ বিজেপি। মঙ্গলবার কলকাতায় সাংবাদিক বৈঠক করে প্রত্যয়ের সুর শোনা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) গলায়। বলেছেন, 'দুর্নীতিগ্রস্ত' তৃণমূল সরকারকে উৎখাত দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় সরকার প্রতিষ্ঠা করবে বিজেপি। তার পালটায় বাঁকুড়ার জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) হুঙ্কারের সুরে বললেন, ''ইউ মাস্ট রিজাইন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি পদত্যাগ করুন। বলছেন, দুই-তৃতীয়াংশ ভোটে জিতবেন। এবার তো বলছেন না, 'আব কি বার/২০০ পার।' আমি বলতে চাই, এবার আপনাকে দেশ থেকে বার। আবার বাংলার ক্ষমতায় এসে গণতান্ত্রিকভাবে দেশ থেকে বার করে দেব।''
এর আগেও একাধিকবার নানা ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশে যে কোনও জঙ্গি কার্যকলাপ কিংবা হামলা ঘটলেই সুরক্ষা প্রশ্নে সবার আগে স্বরাষ্ট্রমন্ত্রককে দায়ী করেন বিরোধীরা। সেই সূত্রে তৃণমূলও বারবার স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফার দাবিতে সরব হয়েছেন। তবে এবার সম্পূর্ণ অন্য প্রসঙ্গে এই দাবি তুললেন তৃণমূল সুপ্রিমো। এসআইআর পর্বে অনুপ্রবেশকারীদের বেছে বেছে তাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন অমিত শাহ। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে ভোটব্যাঙ্ক বজায় রাখতে অনুপ্রবেশে মদত দেওয়ার অভিযোগ তুলেছেন। তাতেই পালটা মমতা প্রশ্ন তোলেন, ''অনুপ্রবেশ কি শুধু বাংলায় ঘটে? কাশ্মীর বা অন্য কোনও সীমান্ত রাজ্যে হয় না? তাহলে দেশে অনুপ্রবেশ করে পহেলগাঁও হামলা করল চালাল? আপনারা কী করছিলেন?''
একই ইস্যুতে শাহ আরও অভিযোগ করেছেন, সীমান্ত সুরক্ষার জন্য কাঁটাতার বসানোর জন্য জায়গা দেয় না রাজ্য সরকার। কিন্তু মমতা পালটা জবাবে বললেন, ''রায়গঞ্জ, চ্যাংড়াবান্ধা, ঘোজাডাঙায় আমরা জমি না দিলেন কী করে কাজ করতেন? অনুপ্রবেশ রুখে দেওয়ার দায়িত্ব তো বিএসএফের। তারা কেন রুখতে পারে না?'' এরপরই কার্যত গর্জে উঠে বলেন, ইউ মাস্ট রিজাইন। আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিন।''
