সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছর ২০২৬ ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2026) টিকিটের দাম আকাশছোঁয়া। এই নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। ইচ্ছা থাকলেও অনেকেই বিশ্বকাপের ম্যাচ দেখতে পাবেন না টিকিটের উচ্চমূল্যের জন্য। যদিও এই বিষয় নিয়ে মোটেই চিন্তায় নেই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
তিনি দুবাইতে একটি অনুষ্ঠানে জানান, ফুটবলের জনপ্রিয়তা আরও বাড়ছে। সেই কারণেই টিকিটের দামও বেড়েছে। ফিফা সভাপতি বলেছেন, "ফিফা ৬০-৭০ লক্ষ টিকিট বাজারে ছেড়েছিল। ১৫ দিনের মধ্যে টিকিট কেনার জন্য আবেদন পড়েছিল ১৫ কোটি। প্রতিদিন প্রায় এক কোটি আবেদন জমা পড়েছিল। এই চাহিদাই বুঝিয়ে দেয়, ফুটবলের জনপ্রিয়তা বিশ্বজুড়ে ঠিক কতটা।”
তবে কিছু বিশেষ টিকিটের দাম কম রাখা হয়েছে। যা সবাই পাবেন না। নির্দিষ্ট সংখ্যক দর্শকের জন্য কম দামের টিকিট রাখা হয়েছে। ইনফান্তিনো জানিয়েছেন, আমেরিকায় যে সমস্ত ম্যাচগুলি হবে, সেগুলি কমিয়ে ভারতীয় মুদ্রায় ৫ হাজার টাকা রাখা হয়েছে। তবে তা সকলের জন্য নয়। এগুলি রাখা হয়েছে, একনিষ্ঠ দর্শকদের জন্য।
ইনফান্তিনোর বক্তব্য, টিকিটের চড়া দামে ফুটবলেরই লাভ হবে। কারণ ফিফার লাভ হলে তা গোটা বিশ্বের মধ্যে ভাগ করে দেওয়া হয়। তিনি বলেন, "এই লাভ না হলে বিশ্বের দেড়শো দেশে ফুটবল বন্ধ হয়ে যাবে। লভ্যাংশ থেকেই আমরা বিশ্বের বাকি দেশগুলোর ফুটবলে বিনিয়োগ করি।" তিনি জানান, টিকিটের সবচেয়ে বেশি চাহিদা আমেরিকাতেই। এরপর রয়েছে জার্মানি ও ইংল্যান্ড। ইনফান্তিনোর আরও বক্তব্য, "বিশ্বকাপের ১০০ বছরের ইতিহাসে মোট ৪০ লক্ষ টিকিট বিক্রি হয়েছে। সেখানে আমরা চাইলে গত সপ্তাহে তিন গুণ টিকিট বিক্রি করে ফেলতে পারতাম।"
