নিজস্ব সংবাদদাতা, ঢাকা: ফের আন্দোলনে জ্বলে উঠল ঢাকার শাহবাগ চত্বর। শনিবার প্রতিবাদকারী প্রাথমিক শিক্ষকদের পুলিশের লাঠিপেটা করে কাঠগড়ায় পুলিশ। তারই প্রতিবাদে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা রবিবার সারাদেশে কর্মবিরতি পালন করছেন। ঢাকার শহিদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে এদিন অন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রাথমিক-গণশিক্ষা মন্ত্রকের উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন তাঁরা। বেতন-সহ ৩ দফা দাবিতে শিক্ষকরা শনিবার শাহবাগে বিক্ষোভ করছিলেন। পুলিশের জলকামান ও টিয়ার শেলের মুখে পড়তে হয় তাঁদের। ইউনুসের বাংলাদেশে জাতি গড়ার কারিগর শিক্ষকদের উপরও এহেন অত্যাচারের প্রতিবাদে জনবিক্ষোভ আজ আছড়ে পড়ে শাহবাগ চত্বরে।
তিন দফা দাবিতে আন্দোলনে নেমে পুলিশের লাঠিপেটার শিকার হওয়ার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। পাশাপাশি বিদ্যালয়গুলিতেও পূর্ণদিবস কর্মবিরতি পালিত হচ্ছে। পুলিশি হামলার জেরে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ। রবিবার সংগঠনের পক্ষে শিক্ষক নেতা মহম্মদ শামছুদ্দিন মাসুদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। শিক্ষকরা এলাকা জুড়ে নানা জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে বসে, দাঁড়িয়ে কর্মসূচি পালন করছেন।
এদিন ঢাকার নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থী নেই। সেখানে থাকা এক ব্যক্তি নিজেকে বিদ্যালয়ের পিয়ন বলে পরিচয় দেন। তিনি বলেন, ''শিক্ষকদের আন্দোলন চলছে, তাই ক্লাস বন্ধ। শিক্ষকরা আন্দোলনে গিয়েছেন।'' সহকারী শিক্ষকরা জাতীয় বেতন স্কেলের ১৩ তম গ্রেডে বেতন পান। এখন সহকারী শিক্ষকদের বেতন দশম গ্রেড করার দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষকরা। কিছুদিন আগে তাঁরা সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১১তম করার দাবিতে আন্দোলন করেছিলেন। তবে সেখান থেকে সরে এসেছেন। তাঁদের অন্য দুটি দাবি হল, শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দেওয়া।
শিক্ষকদের এসব দাবির পাশে থাকার ঘোষণা করেছেন ছাত্রদের গড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ''বিদ্যালয়ের শিক্ষকগণ তাঁদের দাবি পূরণের জন্য রাজপথে নেমেছেন। তাদের উপর পুলিশের হামলার আমি তীব্র নিন্দা জানাই। শিক্ষকদের দাবির ন্যায্য সমাধান না হওয়া পর্যন্ত শিক্ষকদের পাশে থাকব।''
