সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্থির বাংলাদেশে একের পর এক খুন। এর মাঝেই প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের চাপ বাড়ালেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন। দিলেন ভারতের সঙ্গে বন্ধুত্বের বার্তা। খোজিন বলেছেন, ঢাকার উচিত যত দ্রুত সম্ভব নয়াদিল্লির সঙ্গে সমস্যার সমাধান করা। তিনি জোর দিয়ে বলেন এই দুই দেশের সম্পর্ক সহজ হলে তা হবে আঞ্চলিক স্থিতিশীলতার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
হাসিনা সরকারের পতনের পরে দেশে ফেরেন মহম্মদ ইউনুস। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন তিনি। প্রধান উপদেষ্টা হওয়ার পর থেকেই একের পর এক ভারত বিরোধী পদক্ষেপ করেছেন তিনি। সখ্য বাড়িয়েছেন পাকিস্তানের সঙ্গে। পাক জেনারেলকে উপহার দেওয়া বইয়ের ম্যাপে জোড়া হয়েছে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলি। মৌলবাদী নেতা ওসমান হাদির স্মরনে বলেছেন তাঁর দেখানো ভারত বিরোধীতার পথেই হাঁটবে দেশ।
এই অবস্থায় বাংলাদেশের স্বাধীনতায় ভারতের ভূমিকা স্মরণ করিয়ে দিয়েছেন রুশ রাষ্ট্রদূত। পাশাপাশি মনে করিয়ে দেন, নতুন দেশকে রুশ সাহায্যের কথা। গত সপ্তাহে, কংগ্রেস সাংসদ শশী থারুরের সভাপতিত্বে বিদেশ বিষয়ক স্থায়ী কমিটি সতর্ক করে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর থেকে এই প্রথমবার, বাংলাদেশের পরিস্থিতি ভারতের জন্য কৌশলগত সমস্যায় পরিণত হচ্ছে। রাজনৈতিক পরিবর্তন এবং চিন ও পাকিস্তানের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে কমিটি।
কমিটি আরও জানিয়েছে, 'আওয়ামি লিগের পতন, যুব-নেতৃত্বাধীন জাতীয়তাবাদের উত্থান, ইসলামী শক্তির প্রত্যাবর্তন এবং চিন ও পাকিস্তানের ক্রমবর্ধমান প্রভাব - এই সব একসঙ্গে মিলে বাংলাদেশে একটি নির্ণায়ক মোড় নিচ্ছে।'
