shono
Advertisement

Breaking News

Bangladesh

'আমাদের হত্যার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা', আদালতে বয়ান ইউনুসের উপদেষ্টার

১৬ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের মামলার বাকি সাক্ষ্য দেবেন আসিফ মাহমুদ।
Published By: Sucheta SenguptaPosted: 09:34 PM Oct 09, 2025Updated: 09:34 PM Oct 09, 2025

নিজস্ব সংবাদদাতা, ঢাকা: বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে গিয়ে বিস্ফোরক কথা বললেন ইউনুস সরকারের অন্যতম উপদেষ্টা আসিফ মাহমুদ। বৃহস্পতিবার তিনি জানান, ''হেফাজতে থাকাকালীন আন্দোলন বন্ধ করার ঘোষণা না হলে আমাদের হত্যার নির্দেশ ছিল। শেখ হাসিনা সরাসরি এই নির্দেশ দিয়েছিলেন।’’

Advertisement

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেওয়ার সময় স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রকের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, একথা বলেন। আসিফ মাহমুদ আরও বলেন, ‘‘চানখাঁরপুলে চাইনিজ রাইফেল, শটগান ও ছররা গুলি দিয়ে ছ'জন আন্দোলনকারীকে হত্যা করে পুলিশ ও এপিবিএনের সদস্যরা। চানখাঁরপুলে আমার সামনেই দু'জন পুলিশের গুলিতে শহিদ হন।’’ জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি হাবিবুর রহমান, আওয়ামি লিগ নেতাদের ও গুলি করা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের দায়ী করেন উপদেষ্টা।

আসিফ মাহমুদ বলেন, ‘‘ডিবি হেফাজতে ৩২ ঘণ্টা অনশনে থাকার পর সমন্বয়কদের ডিবি অফিস থেকে ছেড়ে দেওয়া হয়।’’ আগামী ১৬ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের মামলার বাকি সাক্ষ্য দেবেন আসিফ মাহমুদ। এই মামলায় গত ১৪ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। মামলার বাকি আসামিরা হলেন প্রাক্তন যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের প্রাক্তন অতিরিক্ত উপ-কমিশনার শাহ্ আলম মহম্মদ আখতারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল, শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম। এ আটজনের মধ্যে প্রথম চারজন পলাতক। বাকি চারজন গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শেখ হাসিনার বিরুদ্ধে বিস্ফোরক বয়ান ইউনুসের উপদেষ্টার।
  • আসিফ মাহমুদের দাবি, 'হাসিনা আমাদের হত্যার নির্দেশ দিয়েছিলেন।'
Advertisement