সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফের একবার তোপ দেগেছেন ইউনুস সরকারের বিরুদ্ধে। দিল্লি থেকে দেওয়া এক সাক্ষাৎকারে হাসিনার দাবি, তাঁর দেশে প্রত্যাবর্তন নির্ভর করছে বিভিন্ন শর্তের উপর। তিনি জানিয়েছেন, আসন্ন নির্বাচনে আওয়ামি লিগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এবং অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হলে তবেই তিনি দেশে ফিরবেন। তাঁর আরও দাবি, ইউনুস সরকারের আমলে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট হচ্ছে বাংলাদেশের।
ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তাঁর ধারণা বাংলাদেশের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক মজবুত থাকা উপমহাদেশের রাজনীতির জন্য জরুরি। তাঁর সময়ের বিদেশনীতি থেকে সরে এসে ইউনুস সখ্য বাড়িয়েছেন পাকিস্তানের সঙ্গে। হাসিনার দাবি, পাকিস্তানের সঙ্গে সখ্য ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নষ্ট করবে। তাঁকে আশ্রয় দেওয়ার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান হাসিনা। তিনি বলেন, ভারত সরকার এবং এর জনগণের প্রতি তিনি কৃতজ্ঞ। তিনি বলেন, "ভারতের প্রতি ইউনুসের শত্রুতা বোকামো।" হাসিনার দাবি, "তিনি অনির্বাচিত, বিশৃঙ্খল এবং চরমপন্থীদের সমর্থনের উপর নির্ভরশীল।" তাঁর অভিযোগ, "আমার ধারণা তিনি আর কোনও কূটনৈতিক ভুল করবেন না।"
নিজের দেশে ফেরা প্রসঙ্গে হাসিনা জানিয়েছেন, বাংলাদেশের মানুষের প্রয়োজন অন্তর্ভুক্তিমূলক রাজনীতি। তিনি দাবি করেছেন, অন্তর্বর্তী সরকারের উচিত আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং অবাধ নির্বাচনের ব্যবস্থা করা। আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে চলা নির্বাচন বয়কটের খবর উড়িয়ে দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। হাসিনা জোর দিয়ে বলেন আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনও নির্বাচনের বৈধতা নেই। তিনি বলেন, "কয়েক কোটি মানুষ আমাদের সমর্থন করে। এতে আমাদের দেশের জন্য একটি বিশাল সুযোগ হাতছাড়া হবে। আমি আশা করি এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। সরকারে হোক বা বিরোধী দলে, আওয়ামি লিগকে বাংলাদেশের রাজনৈতিক আলোচনার অংশ হতে হবে।"
নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে তিনি সরাসরি ইউনুসকে চ্যালেঞ্জ করেছেন। তাঁর দাবি, ইউনুসকে তিনি সরাসরি আন্তর্জাতিক আদালতে লড়ার জন্য আহ্বান জানিয়েছেন। হাসিনা মনে করেন, আন্তর্জাতিক আদালত নিরপেক্ষ। ইউনুসের যদি নিজের অভিযোগের সত্যতা সম্পর্কে ভরসা থাকে তাহলে তিনি আন্তর্জাতিক আদালতে লড়বেন। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে চলা সব মামলাকে পক্ষপাতদুষ্ট বলে দাবি করেন তিনি। হাসিনা বলেছেন, বাংলাদেশের আদালতে যে শুনানি হচ্ছে সেখানে নির্দিষ্টভাবে তাঁর বিরোধী দলের নেতৃত্ব রয়েছেন এবং তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
