shono
Advertisement
Awami League

মাথা তুলতে চাইছে আওয়ামি লিগ, হাসিনার দলকে নিষিদ্ধের দাবিতে ঢাকার রাস্তায় হাজার মানুষ

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগও দাবি করেছে বিক্ষোভকারীরা।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 09:33 PM Apr 18, 2025Updated: 09:34 PM Apr 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে বাংলাদেশে। এর মধ্যেই দেশে ফেরার হুঙ্কার দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করছে তাঁর দল আওয়ামি লিগ। নানা জায়গায় মিছিল-সমাবেশ করছে দলের কর্মী সদস্যরা। এই পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামিতে নিষিদ্ধ ঘোষণা করার দাবিতে আজ শুক্রবার পথে নেমেছিল হাজারো মানুষ। পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগও দাবি করেছে তাঁরা।

Advertisement

জানা গিয়েছে, আজ ভোরে উত্তরায় আওয়ামি লিগের ব্যানারে মিছিল করা হয়। যার প্রতিবাদে পথে নামে হাজার মানুষ। ২৪ ঘণ্টার মধ্যে উত্তরায় আওয়ামি লিগের ব্যানারে মিছিলকারীদের গ্রেপ্তার করার পাশাপাশি আওয়ামিকে নিষিদ্ধের দাবি জানানো হয়। মিছিলে হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়েছে। মিছিলে নেতৃত্ব দেওয়া একজন বলেন, "যে শেখ হাসিনা মানুষ হত্যা করে, যে দল গুম-খুন করে সেই হাসিনা ও আওয়ামি লিগের এই দেশে রাজনীতি করার অধিকার নেই।" বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামি লিগকে পুনর্বাসন করার চেষ্টা করছে বলেও দাবি তাঁর।

প্রসঙ্গত, আওয়ামিকে নিষিদ্ধ করার দাবি তথাকথিত ‘বিপ্লবী’ ছাত্ররাও। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, হাসিনার দল কি ভোটযুদ্ধে নামতে পারবে? প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস জানিয়েছিলেন, আওয়ামি লিগই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে অংশ নেবে কি না। এছাড়া এই বিষয়টি নির্ভর করছে নির্বাচনের কমিশনের উপরে। বিশ্লেষকদের মতে, ইউনুসের অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত নয়। তাই এই সরকারের বৈধতা নিয়ে নানা সংশয় রয়েছে। কোনও অন্তর্বর্তী সরকার কি একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে? কিন্তু এখন ভোট, সংখ্যালঘু নির্যাতন, মূল্যবৃদ্ধি, দেশে বাড়তে থাকা অপরাধ, এরকম নানা ইস্যু নিয়ে ঘরে-বাইরে প্রবল চাপে রয়েছেন ইউনুস। বাড়তে থাকা ধর্ষণের ঘটনা নিয়ে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। তাই এই মুহূর্তে আওয়ামিকে নিয়ে কোনও বিতর্কে জড়াতে চান না ইউনুস।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে বাংলাদেশে। এর মধ্যেই দেশে ফেরার হুঙ্কার দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
  • ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করছে তাঁর দল আওয়ামি লিগ।
  • নানা জায়গায় মিছিল-সমাবেশ করছে দলের কর্মী সদস্যরা।
Advertisement