shono
Advertisement
Sheikh Hasina

দেশত্যাগী মায়ের সঙ্গে প্রথম সাক্ষাৎ? হাসিনাপুত্র জয়ের ভারত সফর নিয়ে তুঙ্গে জল্পনা

দিল্লি থেকে কলকাতা আসার কথা জয়ের, আওয়ামি লিগের গোপন বৈঠক হতে পারে।
Published By: Sucheta SenguptaPosted: 06:35 PM May 18, 2025Updated: 06:39 PM May 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে আসতে পারেন হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়। মায়ের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা তাঁর। এনিয়ে জল্পনা তুঙ্গে। খবর সত্যি হলে দীর্ঘদিন পর দেশত্যাগী মায়ের সঙ্গে তাঁর প্রথমবার দেখা হতে চলেছে। গত আগস্টে বাংলাদেশে গণ-অভ্যুত্থানের জেরে দেশ ছাড়তে বাধ্য হন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপাতত তিনি ভারতের আশ্রয় রয়েছেন। সেখানেই ছেলে সজীবের সঙ্গে তাঁর দেখা হতে পারে বলে সূত্রের খবর। সদ্য আওয়ামি লিগকে নিষিদ্ধ করেছে বাংলাদেশের ইউনুস সরকার। তার পরপরই হাসিনাপুত্রের ভারত সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

সরকারি সূত্রে খবর, ভারতে এসে মায়ের সঙ্গে দেখা করার জন্য নয়াদিল্লির কাছে আবেদন জানিয়েছিলেন সজীব ওয়াজেদ জয়। গত বুধবার ভারতের বিদেশ মন্ত্রক তাঁর ভিসার আবেদন অনুমোদন করেছে। চলতি মাসেই তাঁর দিল্লি আসার কথা। আপাতত এখানেই রয়েছেন শেখ হাসিনা। তাঁর সঙ্গে সম্ভবত দিল্লির আশ্রয়ে আছেন বোন শেখ রেহানাও। শোনা যাচ্ছে, প্রথমে দিল্লি আসবেন হাসিনাপুত্র। সেখান থেকে কলকাতায় আসতে পারেন তিনি। এখানে আওয়ামি লিগ নেতাদের সঙ্গে বৈঠক করার কথা তাঁর। যদিও জয় আওয়ামি লিগের কোনও গুরুত্বপূর্ণ পদে এই মুহূর্তে নেই। তবে পরিবর্তিত পরিস্থিতিতে মায়ের পাশাপাশি তিনিও সদ্য নিষিদ্ধ হওয়া দলের হাল ধরবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। এতদিন দেশের বাইরে থেকে ভারচুয়াল মাধ্যমে দলকে নেতৃত্ব দিচ্ছিলেন মুজিবকন্যা হাসিনা। কিন্তু সম্প্রতি নিষেধাজ্ঞা জারি হওয়ার পর আওয়ামি লিগের অনলাইন কার্যক্রমও বন্ধ। এই পরিস্থিতিতে জয়ের আগমন দলে কী প্রভাব ফেলবে, তা নিয়েও গুঞ্জন শুরু হয়েছে।

Advertisement

সজীব ওয়াজেদ জয় পেশায় তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ। হাসিনা সরকারে থাকাকালীন তিনি তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন। সেই সূত্রে দেশে গেলেও সরাসরি দলীয় রাজনীতির বৃত্তে তাঁকে দেখা যায়নি। জয় বর্তমানে আমেরিকার ভার্জিনিয়া শহরের বাসিন্দা। তাঁর স্ত্রী মার্কিন নাগরিক। তিনি রেসিডেন্ট পারমিট নিয়ে আমেরিকায় থাকতেন। গত বছর ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের দিন তিনিই
আমেরিকা থেকে মাকে ফোন করে দেশ ছাড়তে রাজি করান। ছেলের সঙ্গে ফোনে কথা বলার পরই হাসিনা দেশ ছেড়ে দিল্লির উদ্দেশে রওনা দেন। এবার দীর্ঘদিন পর ছেলের সাক্ষাৎ পেতে চলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মায়ের সঙ্গে দেখা করতে ভারতে আসতে পারেন হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়।
  • বিদেশমন্ত্রকের অনুমতি মিলেছে বলে খবর, চলতি মাসেই আসতে পারেন।
  • দিল্লি থেকে কলকাতা আসার কথা জয়ের, হতে পারে আওয়ামি লিগের বৈঠক।
Advertisement