সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন এবং নিপীড়ন যেন ফের না ঘটে সেই আহবান জানাল রাষ্ট্রসংঘ। এই বিষয়ে পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক। বুধবার জেনেভা থেকে রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
এখানে বলা হয়েছে, বাংলাদেশে আগের সরকারের আমলে অপহরণ এবং নির্যাতনের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রথম অপহরণের অভিযোগে সরকারিভাবে অভিযোগ করা হয়েছে। গত সপ্তাহে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুটি মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ জমা দেয় 'টাস্ক ফোর্স ফর ইনট্রোগেশন সেল' এবং 'যৌথ জিজ্ঞাসাবাদ সেলের' বিরুদ্ধে। বহু প্রাক্তন এবং কিছু কর্মরত সামরিক আধিকারীকেরর বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।
টুর্ক বলেন, 'আন্তর্জাতিক আইন মেনে তৈরি সুষ্ঠু বিচারের আহ্বান জানাচ্ছি। স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ মামলায় অভিযোগকারী এবং সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।' এতে আরও বলা হয়, গত বছর ছাত্রদের নেতৃত্বে বিক্ষোভের সময় যারা মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত, তাদের আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করেই বিচার করতে হবে।
তিনি জানিয়েছেন, প্রতিটি মামলায় যথাযথ ন্যায্যবিচার নিশ্চিত করা এবং নির্বিচারে আটক থাকা ব্যক্তিদের মুক্তি দেওয়া জরুরি। টুর্ক বলেন, 'মানবাধিকার লঙ্ঘন এবং এই ধরনের নিপীড়ন যেন আর না ঘটে, তা নিশ্চিত করতে হবে।'
