রাজর্ষি গঙ্গোপাধ্যায়: ঢাকা প্রিমিয়ার লিগে ম্যাচ চলাকালীন অসুস্থ বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবাল। আচমকাই বুকে ব্যথা অনুভব করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা যাচ্ছে, তামিম দুবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তবে পরিস্থিতি এখন অনেকটা উন্নতির দিকে বলে খবর। তবে তামিমের অসুস্থতার জন্য বিসিবি-র সভাও বাতিল করা হয়েছে বলে জানা যাচ্ছে।

ঢাকা প্রিমিয়ার লিগে সাভারের বিকেএসপি-র মাঠে তামিমের দল মহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ ছিল শাহিনপুকুরের বিরুদ্ধে। সেখানে টস করতে যাওয়ার সময় আচমকাই বুকে ব্যথা অনুভব করেন তামিম। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত ফজিলাতুন্নেসা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। জানা যাচ্ছে, বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের এনজিওগ্রাম করানো হয়েছে। তাঁর দুবার হার্ট অ্যাটাক হয়েছে। তামিমের হার্টে ব্লকেজ পাওয়া গিয়েছে। আপাতত সফলভাবে রিং পরানো হয়েছে। পরিস্থিতি একটু ভালো হলে ঢাকা শহরে নিয়ে আসা হবে। তবে কোনও লাইফ সাপোর্টের প্রয়োজন পড়ছে না। তামিমের পরিবারও হাসপাতালে উপস্থিত হয়েছেন।
প্রথমে হেলিকপ্টারে করে তামিমকে অন্য কোনও হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু তামিমের অবস্থা গুরুতর থাকায় সেই পরিকল্পনা বাদ দিতে হয়। এই বিষয়ে বিকেএসপির জনসংযোগ কর্মকর্তা আসরাফ উজ্জাম জানান, "ম্যাচ শুরুর সময়ই তামিম অসুস্থ বোধ করেন। পরে তিনি কেপিজে হাসপাতালে একবার স্বাস্থ্য পরীক্ষা করাতে আসেন। কিছুটা সুস্থ অনুভব করায় তামিম আবার বিকেএসপি-তে ফিরে যান। ফের অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।"
এদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা ছিল। তামিমের অসুস্থতার খবরে সেটি স্থগিত রাখা হয়েছে। তাঁকে দেখতে বিসিবি-র কর্মকর্তারা হাসপাতালে গিয়েছেন বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তামিম। তবে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলেন। জাতীয় দলকে নেতৃত্বও দিয়েছিলেন দীর্ঘ সময়।