shono
Advertisement

এপ্রিলে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা! জেনে নিন জরুরি তথ্য

তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইন পরিষেবা যথারীতি চালু থাকবে।
Posted: 02:12 PM Mar 30, 2024Updated: 05:02 PM Mar 30, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতি মাসের মতো এপ্রিল মাসেও বেশ কয়েকদিন ছুটি থাকবে ব্যাঙ্ক। গোটা মাসে মোট ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা। তাই প্রয়োজনীয় কাজ নিয়ে ব্যাঙ্কমুখী হওয়ার আগে জেনে নিন কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।

Advertisement

রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী দেশজুড়ে সমস্ত ব্যাঙ্ক বন্ধ (Bank Holyday) থাকে। আর আঞ্চলিক ছুটি ঠিক করে সে রাজ্যের সরকার। তাই এক-এক রাজ্যে ছুটির দিন এক-একরকম হয়ে থাকে। এপ্রিলে কোন তারিখে কোন রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল সেই তালিকা।

[আরও পড়ুন: লোকসভা ভোটে অভিষেকের বিরুদ্ধে পদ্মপ্রার্থী রুদ্রনীল? জল্পনা তুঙ্গে]

১ এপ্রিল বার্ষিক অ্যাকাউন্ট ক্লোজিংয়ের কারণে বন্ধ থাকবে ব্যাঙ্ক। তবে সারা দেশে নয়। ব্যাঙ্ক খোলা থাকবে চণ্ডীগড়, সিকিম, মিজোরাম, হিমাচল প্রদেশ, মেঘালয় ও বাংলায়।

৫ এপ্রিল বাবু জগজীবন রামের জন্মদিনে তেলেঙ্গানা ও জম্মুতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৯ এপ্রিল গুড়ি পরওয়া, উগাড়ি উৎসব, তেলুগু নববর্ষ, সাজিবু নংমাপানবা, প্রথম নবরাত্র এমনই নানা কারণে ছুটি থাকবে একাধিক রাজ্যের ব্যাঙ্কে। তালিকায় থাকা রাজ্যগুলি হল মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মণিপুর, গোয়া, জম্মু ও কাশ্মীর।

[আরও পড়ুন: আসানসোলে এখনও প্রার্থী দেয়নি বিজেপি, ‘গড়’ রক্ষায় ‘একা কুম্ভ’ জিতেন্দ্র তেওয়ারি]

১০ এপ্রিল ত্রিপুরা, অসম, মণিপুর, জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে বোহাগ বিহু, চেইরাওবা, বৈশাখী ও বিজু উৎসব উপলক্ষে।

১৩ এপ্রিল দ্বিতীয় শনিবার হিসেবে ব্যাঙ্ক বন্ধ।

১৫ এপ্রিল বোহাগ বিহু ও হিমাচল দিবস উপলক্ষে এদিন বন্ধ থাকবে অসম ও হিমাচলপ্রদেশের ব্যাঙ্ক।

১৬ এপ্রিল রামনবমী (Ram Navami) উপলক্ষে গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ওড়িশা, চণ্ডীগড়, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচলপ্রদেশে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

২০ এপ্রিল গরিয়া পুজো উপলক্ষে ত্রিপুরায় বন্ধ থাকবে ব্যাঙ্ক।

২৭ এপ্রিল চতুর্থ শনিবার হিসেবে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

এছাড়াও এই মাসে পাঁচটি রবিবার অর্থাৎ ৩, ১০, ১৭, ২৪, ৩১ এপ্রিল বন্ধ থাকবে ব্যাঙ্ক। তবে এই দিনগুলোয় ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইন পরিষেবা যথারীতি চালু থাকবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement