সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাংকে চাকরি খুঁজছেন? আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ৷ ডেটা অ্যানালিস্ট, ডেটা ম্যানেজার, ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা বিজনেস অ্যানালিস্ট, মবিলিট, ফ্রন্ট এন্ড ডেভেলপার, ইন্টেগ্রেশান এক্সপার্ট, ইমার্জিং টেকনোলজিস এক্সপার্ট এবং টেকনোলজি আর্কিটেক্ট পদে ব্যাংক অফ বরোদায় প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করা হবে৷ ইচ্ছুক ব্যক্তিকে https://www.bankofbaroda.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে৷
[আরও পড়ুন: স্নাতক হলেই রাজ্য স্বাস্থ্য দপ্তরে চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]
আবেদনকারীর যোগ্যতা:
১. ডেটা অ্যানালিস্ট পদে জন্য আবেদনকারীকে অবশ্যই অঙ্ক, কম্পিউটার সায়েন্স অথবা অর্থনীতিতে স্নাতক হতে হবে৷
২. বিই অথবা বি.টেক করা থাকলে ডেটা ম্যানেজার, ডেটা ইঞ্জিনিয়ার, বিজনেস অ্যানালিস্ট, মবিলিট অ্যান্ড ফ্রন্ট এন্ড ডেভেলপার, ইন্টেগ্রেশান এক্সপার্ট, ইমার্জিং টেকনোলজিস এক্সপার্ট, টেকনোলজি আর্কিটেক্ট পদে আবেদন করা যেতে পারে৷
আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ২৫ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন৷
[আরও পড়ুন: স্নাতক হলেই রাজ্য পুলিশে চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]
আবেদনের পদ্ধতি:
https://www.bankofbaroda.in – এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনকারী অনলাইনে আবেদন করতে পারেন৷ আগামী ২ সেপ্টেম্বরের মধ্যেই আবেদন গ্রাহ্য করা হবে৷
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
আবেদনকারীকে প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে৷ তাতে উত্তীর্ণ হলেই দ্বিতীয় ধাপে ইন্টারভিউ দিতে হবে৷ দু’টি পরীক্ষাতে সফল হলেই ওই ব্যক্তি নিয়োগ করা হবে৷
[বিঃ দ্রঃ – পরীক্ষার দিনক্ষণ জানার জন্য আবেদনকারীকে অবশ্যই উপরোক্ত ওয়েবসাইটে নজর রাখতেই হবে৷]
The post স্নাতক হলেই ব্যাংক অফ বরোদায় চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের পদ্ধতি appeared first on Sangbad Pratidin.