সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি মাধ্যমিক পাশ? উত্তর ২৪ পরগনার বাসিন্দা? তবে চাকরি পেতেন পারেন ব্যাংক অফ ইন্ডিয়ায়। আবেদনের শেষ তারিখ ২২ মার্চ। জেনে নিন খুঁটিনাটি।
মোট শূন্যপদ – ০৫
অ্যাটেন্ডেন্ট
শূন্যপদ – ০১
শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক উত্তীর্ণরা আবেদন করতে পারবেন এই পদে। তবে স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে।
আবেদনের বয়স- আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে। (নিয়ম অনুযায়ী তফশিলি জাতি , উপজাতিরা ৩ বছর ছাড় পাবেন। ওবিসিরা পাবেন ৫ বছর ছাড়।)
বেতন- এই পদে নিযুক্তদের বেতন হবে ৫০০০-২০,০০০-এর মধ্যে।
নিরাপত্তারক্ষী
শূন্যপদ – ০১
শিক্ষাগত যোগ্যতা – অষ্টম শ্রেণি উত্তীর্ণরা এই পদে আবেদন করতে পারবেন। স্থানীয় ভাষা লিখতে ও পড়তে জানতে হবে।
আবেদনকারীর বয়স – আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে। (নিয়ম অনুযায়ী তফশিলি জাতি , উপজাতিরা ৩ বছর ছাড় পাবেন। ওবিসিরা ৫ বছর ছাড় পাবেন ।)
বেতন- এই পদে নিযুক্তদের বেতন হবে ৫০০০-২০,০০০-এর মধ্যে।
ফ্যাকাল্টি
শূন্যপদ – ০১
শিক্ষাগত যোগ্যতা – স্নাতক পাশরা আবেদন করতে পারেন।
আবেদনকারীর বয়স- আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে। (নিয়ম অনুযায়ী তফশিলি জাতি , উপজাতিরা ৩ বছর ছাড় পাবেন। ওবিসিরা ৫ বছর ছাড় পাবেন ।)
বেতন- এই পদে নিযুক্তদের বেতন হবে ৫০০০-২০,০০০-এর মধ্যে।
[আরও পড়ুন: মাধ্যমিক উত্তীর্ণ? চাকরি পেতে পারেন রিজার্ভ ব্যাংকে, জেনে নিন আবেদনের পদ্ধতি]
অফিস অ্যাটেন্ডেন্ট
শূন্যপদ – ০২
শিক্ষাগত যোগ্যতা – স্নাতক ডিগ্রি ছাড়াও আবেদনকারীর কম্পিউটারে বেসিক জ্ঞান থাকতে হবে।
আবেদনকারীর বয়স- ১ জানুয়ারি ২০২১-এ আবেদনকারীর বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। (নিয়ম অনুযায়ী তফশিলি জাতি , উপজাতিরা ৩ বছর ছাড় পাবেন। ওবিসিরা ৫ বছর ছাড় পাবেন।)
বেতন- এই পদে নিযুক্তদের বেতন হবে ৫০০০-২০,০০০-এর মধ্যে।
নিয়োগের পদ্ধতি- লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আবেদনকারীরা ব্যাংক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে (www.bankofindia.co.in) পরীক্ষায় স্থান ও সময় জানতে পারবেন।
আবেদনের পদ্ধতি – বায়োডাটার সঙ্গে শিক্ষাগত যোগ্যতা, বয়স, জাতি, অভিজ্ঞতার নথি পাঠাতে হবে (The Zonal Manager, Bank of India, Zonal Office Kolkata, Agriculuture Finance & Financial Inclusion Department, 6th Floor,5, B.T.M Sarani, Kolkata – 700001) এই ঠিকানায়। ২২ তারিখের মধ্যে।
** সমস্ত নথি একটি খামে ভরে উপরিউক্ত ঠিকানায় পাঠাতে হবে। উপরে লিখতে হবে “APPLICATION FOR THE POST OF _____ IN RSETI- BARASAT”।