স্টাফ রিপোর্টার: গত দশদিনে শহরের বিভিন্ন জায়গায় হানা দিয়ে পাঁচ হাজার ৩০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি আটক করেছে পুলিশ৷ পাশাপাশি নিষিদ্ধ বাজি বিক্রি ও মজুতের অভিযোগে শহরের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে ১১ জনকে৷
বুধবার লালবাজারে অতিরিক্ত নগরপাল হরিকিশোর কুসুমাকার এবং ডিসি (রিজার্ভ ফোর্স) অশেষ বিশ্বাস জানান, নিষিদ্ধ শব্দবাজি আটকাতে আমাদের এই অভিযান এখনও চলবে৷ পাশাপাশি কালীপুজো ও দেওয়ালিতে শব্দদৈত্যের প্রভাব আটকাতে গণসচেতনতার উপরই বেশি জোর দিয়েছেন লালবাজারের পুলিশ কর্তারা৷ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে পুলিশকে সাহায্যের জন্য এগিয়ে এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা৷ তাদের সঙ্গে নিয়েই শহরের প্রতি থানা এলাকায় নিষিদ্ধ বাজিবিরোধী লিফলেট, পোস্টার ও ব্যানারের মাধ্যমে মানুষকে সচেতন করার কাজ শুরু হয়েছে৷
অতিরিক্ত নগরপাল হরিকিশোর কুসুমাকার জানান, “গণসচেতনতায় সোশ্যাল নেটওয়ার্ক একটি বড় মাধ্যম৷ এবারের কালীপুজোতেই আমাদের ইচ্ছা ছিল একটি পুজো অ্যাপ তৈরি করে তার মাধ্যমে প্রচার চালাবো৷ কিন্তু এবছর তা সম্ভব হয়নি৷ কিন্তু আগামী বছর কালীপুজো ও দেওয়ালির আগেই এই পুজো অ্যাপ চালু করব আমরা৷”
The post শহরে আটক ৫ হাজার কেজি নিষিদ্ধ শব্দবাজি appeared first on Sangbad Pratidin.