shono
Advertisement

খেললেই মিলবে টাকা! ‘ক্রিপ্টো’ ফাঁদ বর্ধমানে, জালে ‘মাস্টারমাইন্ড’

লক্ষাধিক টাকার প্রতারণা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Posted: 03:41 PM Sep 09, 2023Updated: 03:42 PM Sep 09, 2023

অর্ক দে, বর্ধমান: প্রতিদিন মাত্র কয়েক মিনিট বিশেষ অ্যাপে কাটালেই মিলবে টাকা। খেললেই প্রতিদিন হাতেগরম আসবে নগদ। আর সেই ‘লোভে’ই হাজার-হাজার টাকা বিনিয়োগ করতেন অনেকে। মানুষের সেই ‘লোভ’কেই কাজে লাগিয়েছিলেন বর্ধমানের এক ব্যক্তি। কয়েক লক্ষ টাকার প্রতারণা করে আপাতত শ্রীঘরে তিনি।

Advertisement

ধৃতের নাম সৌমেন সোম। বর্ধমানের কালনা গেটের বাসিন্দা। শুক্রবার রাতে সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার আদালতে তুললে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। ডিএসপি রাকেশ সিং জানিয়েছেন, অন্তত ২০-২৫ জনকে প্রতারণা করা হয়েছে। এভাবে লক্ষাধিক টাকার প্রতারণা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

[আরও পড়ুন: ‘মধ্যরাত পর্যন্ত দেখুন কী করি’, শিক্ষামন্ত্রী ব্রাত্যকে হুঁশিয়ারি রাজ্যপালের]

পেশায় মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ সৌমেন সোম একটি ‘চেইন বিজনেস’ চালাচ্ছিলেন। বলা হয়েছিল, একবারে ৬ হাজার টাকা বিনিয়োগ করলে প্রতিদিন মিলবে অন্তত ৩০০ টাকা। প্রতিদিন বিশেষ একটি অ্যাপে ৫-৭ মিনিট কাটাতে হবে। খেলতে হবে বিশেষ গেম। আর সেই টাকা সৌমেন সোম বিনিয়োগ করতেন ক্রিপ্টো কারেন্সিতে। ৬ হাজার টাকা বিনিয়োগ করলেও কোনও টাকাই ফেরত পেতেন না বিনিয়োগকারীরা। অভিযোগ পেয়ে শেষমেশ সৌমেন সোমকে গ্রেপ্তার করল পুলিশ।

[আরও পড়ুন: ‘সাবধান! শহরে নতুন ভ্যাম্পায়ার’, রাজ্যপালের হুঁশিয়ারির পালটা কটাক্ষ শিক্ষামন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement