দেবব্রত মণ্ডল, বারুইপুর: এমনিতেই তাঁর তিনজন দেহরক্ষী রয়েছে। তা সত্ত্বেও আরও একজন দেহরক্ষী বাড়ানোর আবেদন জানালেন বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল। বুধবার পুলিশ সুপারের কাছে সেই আবেদন জানান তিনি। বিধায়কের দাবি, প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে। বিষয়টি জরুরি ভিত্তিতে দেখার জন্য আবেদন জানিয়েছেন তিনি। হঠাৎ কী এমন হল যে জীবন সংশয়ের আশঙ্কা করছেন বাসন্তীর বিধায়ক?
শ্যামল মণ্ডলের দাবি, “বাসন্তী, ক্যানিং-সহ আশপাশের বেশ কয়েকটি বিধানসভা এলাকায় সরকারি কাজ ও সংগঠনের কাজের জন্য ঘুরে বেড়াতে হয়। যখনই অন্যায় দেখেছি তখনই সেই কাজের প্রতিবাদ করেছি। তাতেই নানা ধরনের হুমকি পাচ্ছি। কিছু তোলাবাজ, মাটি মাফিয়া, দুষ্কৃতীদের বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি। অনেক জায়গায় পুলিশ ব্যবস্থা গ্রহণও করেছে। আর সেই কারণে নানা জায়গায় হুমকি, পেশিশক্তির সম্মুখীন হতে হচ্ছে। আর তাতেই নিরাপত্তার অভাববোধ করছি।”
[আরও পড়ুন: প্রেমিককে জড়িয়ে চুমু! ভাইরাল বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির অন্তরঙ্গ ছবি]
উল্লেখ্য, সম্প্রতি বাসন্তীর ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের সর্দার পাড়ায় বোমা বিস্ফোরণে একজনের মৃত্যু হয়। সেই ঘটনার পর বাসন্তীবাসীর উদ্দেশ্যে শ্যামল করজোড়ে আবেদন করেছিলেন যাতে বাসন্তীর মানুষ বোমা, বন্দুক ত্যাগ করেন। অস্ত্র পুলিশ প্রশাসনের কাছে তুলে দিয়ে বাসন্তীতে শান্তি ফেরান। কিন্তু তাঁর সেই আবেদনের পর প্রায় একমাস কেটে গিয়েছে। তবে এখনও পর্যন্ত একজনও নিজে থেকে থানায় অস্ত্র ফেরত দেয়নি।
অথচ তারই মাঝে প্রাণ সংশয়ের আশঙ্কায় আতঙ্কিত বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল। আতঙ্কে দিন গুজরান করছেন বিধায়কের পরিজনেরাও। তবে রাজ্যের তৃণমূল বিধায়কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায়, নানা প্রশ্নের ভিড়।