গৌতম ব্রহ্ম: সন্দেশখালি কাণ্ডে গত প্রায় দুমাস ধরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। অবশেষে দীর্ঘ টানাপোড়েনের পর ৫৬ দিনে মিনাখার বামনপুকুর থেকে গ্রেপ্তার শেখ শাহজাহান। শেষ হয়েছে ‘বাঘ’বন্দি খেলা। আর তার পরই বসিরহাট থানার আইসি বদল। সিআইডির ইনস্পেক্টর হিসাবে পাঠানো হয়েছে তাঁকে। ওয়াকিবহাল মহলের মতে, এই রদবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
বসিরহাট থানার আইসি হিসেবে কর্তব্যরত ছিলেন কাজল বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার শেখ শাহজাহানকে আদালতে পেশের সময়েও উপস্থিত ছিলেন তিনি। তাঁকে বদলি করে পাঠানো হয়েছে সিআইডির ইনস্পেক্টর হিসেবে। অন্যদিকে, বসিরহাট থানার নতুন আইসি হিসেবে দায়িত্বে আনা হচ্ছে রক্তিম চট্টোপাধ্যায়কে। প্রশ্ন উঠছে, সন্দেশখালি কাণ্ডে শেখ শাহজাহান গ্রেপ্তারির পুরস্কার হিসাবেই কি সিআইডিতে বদলি? সে কারণেই পদোন্নতি হল কাজল বন্দ্যোপাধ্যায়ের? যদিও পুলিশ সূত্রে খবর, রুটিন বদলি ছাড়া এই রদবদল আর কিছুই নয়।
[আরও পড়ুন: আমেরিকায় খুন বীরভূমের নৃত্যশিল্পী অমরনাথ ঘোষ! রহস্যময় ফোন পেয়ে থানায় ছুটল পরিবার]
এছাড়া মালদার আইসি দীপক কুমার দাসকেও সরিয়ে দেওয়া হয়েছে। তাঁকে দার্জিলিংয়ে বদলি করা হয়েছে। পুরুলিয়ার মানবাজারের সিআই সিদ্ধার্থ ঘোষকে বসিরহাট পুলিশ জেলায় বদলি করা হয়েছে। বসিরহাট পুলিশ জেলার প্রশান্ত দত্তকে পাঠানো হয়েছে পুরুলিয়ার মানবাজারে। এছাড়া সিআইডির ইনস্পেক্টর বিশ্বজিৎ মণ্ডলকেও বদলি করা হয়েছে।