সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: PUBG প্রেমীদের অপেক্ষার অবসান ঘটেছে। ইতিমধ্যেই প্লে স্টোর (Play Store) থেকে ডাউনলোড করা যাচ্ছে Battleground Mobile India গেমটির বিটা ভারসান। তবে এখনও প্রত্যেকে গেমটি ডাউনলোড করতে পারছেন না, এই পরিস্থিতিতেই বিতর্কে জড়াল গেমটি। রিপোর্ট বলছে, চিনের সার্ভারে ডেটা পাঠাচ্ছে এই গেমটি।
IGN India-এর রিপোর্ট অনুযায়ী, হংকংয়ের Tencent সার্ভারে পাঠানো হচ্ছে Battleground Mobile India-র প্লেয়ারদের ডেটা। শুধু তাই নয়, যারা গেমটি খেলছেন তাঁদের তথ্য় পৌঁছে যাচ্ছে মুম্বই, মস্কোর Microsoft Azure সার্ভারেও। তবে এবিষয়ে এখনও সে অর্থে কোনও প্রমাণ মেলেনি। তা সত্ত্বেও ইতিমধ্যেই Battleground Mobile India গেমটি ভারতে নিষিদ্ধ করার দাবি উঠেছে। এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রকে চিঠিও পৌঁছেছে। যদিও রিপোর্টটির সত্যতা নিয়েও টুইটে প্রশ্ন তুলেছেন কেউ কেউ।
[আরও পড়ুন: মুছে ফেলা হচ্ছে একের পর এক ‘হিন্দু’ পেজ! Facebook বয়কটের ডাকে সরব নেটিজেনরা]
উল্লেখ্য, গেমের শর্তাবলীতে স্পষ্টভাবে বলা হয়েছিস যে প্লেয়ারের সমস্ত তথ্য ভারতের সার্ভারে স্টোর করা হবে। পরবর্তীতে প্রয়োজনে তা বিদেশের সার্ভারে পাঠানো হতে পারে বলেও জানিয়েছিল গেম ডেভলপার সংস্থা ক্রাফ্টন।