সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি মাসের ১৯ তারিখ আইপিএলের নিলাম। সেই নিলামের জন্য তৈরি হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তার আগেই ভারতীয় ক্রিকেটমহলে খবর, বিসিসিআই (BCCI) আনতে পারে টি-টেন (T-10) প্রতিযোগিতা। আইপিএলের দ্বিতীয় ডিভিশন হিসেবে দেখা হতে পারে এই টুর্নামেন্টকে।
আইপিএলের জনপ্রিয়তা আকাশচুম্বী। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের হাত ধরে টি-টেন ফরম্যাট এলে তা যে আরও জনপ্রিয় হবে, তা বলাই বাহুল্য। সূত্রের খবর অনুযায়ী, আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরে হওয়ার কথা টি-টেন প্রতিযোগিতার। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহ এই টুর্নামেন্টের রূপরেখা তৈরি করছেন বলে জানা গিয়েছে। সমস্ত ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গেও এই ব্যাপারে কথাবার্তা হয়েছে বলে জানা গিয়েছে।
[আরও পড়ুন: নিলামে মেসির বিশ্বকাপ জয়ের জার্সি? দাম জানলে চোখ কপালে উঠবে!]
বিশ্বের বিভিন্ন প্রান্তে টি-টেন টুর্নামেন্ট শুরু হয়েছে। তা জনপ্রিয়ও হচ্ছে বটে। কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড যদি টি-টেন টুর্নামেন্ট চালু করে, তার জনপ্রিয়তা যে আরও বাড়বে তা বলে দেওয়াই যায়। টি-টোয়েন্টি ফরম্যাটের দৌরাত্ম্যের জন্য ওয়ানডে ফরম্যাট তার গ্ল্যামার হারিয়েছে। বিসিসিআই যদি টি-টেন ফরম্যাটের টুর্নামেন্ট আনে, তাহলে তার ফলাফল যে কী হবে, তার উত্তর দেবে সময়।