সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আয়না কিন্তু মোটেই হেলাফেলার জিনিস নয়। নিজেই ভেবে দেখুন না, যদি তা-ই হত, আমাদের সবার বাড়িতেই কি আয়না থাকত?
জানলে অবাক হবেন, আয়না শুধু তার শরীরে কারও চেহারার প্রতিফলনই ঘটায় না। পাশাপাশি, পরিবারে আর্থিক সমৃদ্ধি আনে। সমস্ত শুভ শক্তিকে একত্রিত করে ধরে রাখে গৃহকোণে। এর ঠিক উল্টো পিঠে শোষণ করে নেয় বাড়ির যাবতীয় নেতিবাচক শক্তি যার প্রভাবে সংসারে অশান্তি আসে। বাস্তুশাস্ত্রমতে স্থাপন করলে তবেই!
এছাড়া ঘর সাজানোর জন্যও আয়নার জুড়ি মেলা ভার! আয়না ব্যবহার করা হয় মূলত ঘরকে বড় দেখানোর জন্য৷ এখনকার আধুনিক ফ্ল্যাটগুলো তো খুব একটা বড়সড় হয় না৷ তাই সেখানে ঠিকভাবে আয়না ব্যবহার করলে ঘর প্রচুর বড় দেখায়৷
কী ভাবে তাহলে ব্যবহার করবেন আয়না? সেটা রাখবেনই বা বাড়ির কোন কোন জায়াগায়?
সুখী গৃহকোণের জন্য আয়না:
• যদি পরিবারে আর্থিক সমৃদ্ধি আনতে চান এবং চান সেটাকে ধরে রাখতে, তবে আলমারির উল্টো দিকে আয়না রাখুন।
• শুভ শক্তিকে বাড়িকে ধরে রাখতে প্রধান দরজার দিকে মুখ করে আয়না রাখবেন না। বাস্তুশাস্ত্র বলে, তাতে সেই শক্তিরা আয়নার কাচে প্রতিফলিত হয়ে বাড়ির বাইরে চলে যায়।
• আয়না যদি রাখেন বাড়ির উত্তর বা পূর্ব দিকের দেওয়ালে, তবে তা সমস্ত নেতিবাচক শক্তিকে শোষণ করে গৃহকোণকে সুখী করে তোলে।
• আয়না সব সময়েই মাটি থেকে ৪-৫ ফুট উঁচুতে রাখবেন।
• সব সময় আয়তাকার আয়না ব্যবহার করুন। গোল বা ডিম্বাকৃতি নয়।
সুন্দর গৃহসাজে আয়না:
• ঘরের কোনও একটা দিকের পুরো দেওয়াল আয়না দিয়ে ডেকোরেশন করলে দেখতে ভাল তো লাগেই! তাছাড়া ঘর খুব উজ্জ্বল হয় এবং অনেকটা বড় দেখায়৷
• সবসময় মনে রাখতে হবে, প্রাকৃতিক আলোর উল্টো দিকে আয়না বসালে অর্থাৎ জানলার উল্টো দিকে, ব্যালকনির দরজার উল্টো দিকে আয়না রাখলে তবেই রিফ্লেকশন খুব ভাল হয়৷ ঘরে আলো পর্যাপ্ত না থাকলে এইভাবে অনেকটা আলো ঘরে প্রবেশ করে৷
• বসার ঘরের দেওয়ালে আয়না রাখা যেতে পারে৷ বেডরুমের দেওয়াল আয়না দিয়ে সাজালে ঘর সাজানোও হয়, আবার আয়নাতে সাজগোজও করা যায়৷ ড্রেসিং টেবিল কনসেপ্টটা এখন উঠে গিয়েছে প্রায়৷ তাই এখন ওয়ার্ড্রোবের সঙ্গে নানারকম ভাবে আয়না সেট করে দেওয়া হচ্ছে৷ তবে বোডরুমে আয়না রাখলে বিছানার পায়ের দিকে রাখবেন না। মাথার দিকে রাখুন।
• বাথরুমে পুরো দেওয়ালে আয়না দিলে বড় দেখায়৷ এখন মিরর টাইলস্ও বেরিয়ে গিয়েছে। সেগুলোও কোনও একটা দেওয়ালে বসালে ভাল দেখাবে৷
• সিলিং-এও আয়না বসাতে পারেন। তাতে ঘরের হাইটটা অনেক বেশি দেখায়৷ ভেবে দেখুন, এই জন্যই গয়নার দোকানে চারপাশে আয়না থাকে। সেই জন্যই চারপাশ থেকে আলোর রিফ্লেকশন হয় এবং গোটা ঘর ঝলমল করে৷
আয়নার যত্ন-আত্তি:
• আয়না সবসময় লিকুইড ক্লিনার ও শুকনো কাপড় দিয়ে ভাল করে পরিষ্কার করলেই ঝকঝকে থাকে৷ সপ্তাহে একদিন করলেই যথেষ্ট!
• অনেকেরই ধারণা আয়না জল দিয়ে পরিষ্কার করা যায়৷ সেটা একদমই ঠিক নয়৷ জল দিয়ে পরিষ্কার করলে আয়নায় জলের দাগ বসে যায়৷
আর কী! ঝকঝকে জীবনের সুখ প্রতিফলিত হোক আয়নায়!
The post পরিবারে আর্থিক সমৃদ্ধি আনতে আয়না রাখবেন কোথায়! appeared first on Sangbad Pratidin.