shono
Advertisement
Bath

আর্থিক শ্রীবৃদ্ধি চান? শীতে স্নানের জলে এগুলি মেশাতে ভুলবেন না

শাস্ত্রজ্ঞদের মতে, স্নানের জলে কী মেশাচ্ছেন তার সঙ্গে নাকি আপনার অর্থভাগ্য যুক্ত।
Published By: Sayani SenPosted: 12:22 AM Dec 25, 2025Updated: 12:22 AM Dec 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্নান আমরা সকলেই করি। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ক্ষেত্রে স্নান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে জানেন কি আপনি কীভাবে, বলা ভালো কী দিয়ে স্নান করছেন তার সঙ্গে আপনার ভাগ্যের যোগ রয়েছে। শাস্ত্রজ্ঞদের মতে, স্নানের জলে কী মেশাচ্ছেন তার সঙ্গে নাকি আপনার অর্থভাগ্য যুক্ত। বাড়িতে থাকা বেশ কয়েকটি সামগ্রী স্নানের জলে মেশালেই নাকি কেল্লাফতে!

Advertisement

সৈন্ধব নুন নাকি ইতিবাচক শক্তির আধার। তাই এই শীতে স্নানের জলে তা অল্প মিশিয়ে নিতে পারেন। তাতে শীতকালীন জড়তা দূর হবে দ্রুত। আর আপনি হয়ে উঠবেন আরও অনেক বেশি প্রাণবন্ত ও চনমনে। যার ফলে লক্ষ্মীদেবী প্রসন্ন হতে পারেন।

তেজপাতার হাজার গুণ রয়েছে। গরম জলে দু'টি তেজপাতা দিয়ে স্নানেও নাকি হতে পারে ভাগ্যোন্নতি। তাই এবার থেকে শীতে স্নানের সময় তেজপাতা জলে মিনিট দুয়েক ভিজিয়ে রাখতে ভুলবেন না।

লবঙ্গরও গুণাগুণের শেষ নেই। তবে জানেন এই ছোট্ট মশলাটি আপনার অর্থকষ্ট দূর করতে পারে। আপনি হয়ে উঠতে পারেন বিপুল ধনসম্পত্তির অধিকারী। কারণ, লবঙ্গের ঝাঁজই আপনার নেতিবাচকতা কাটিয়ে ইতিবাচক করে তুলতে সাহায্য করবে।

যাঁরা নিয়মিত রূপচর্চা করেন, তাঁদের গোলাপের পাপড়ির উপকারিতা সম্পর্কে বলার প্রয়োজন নেই। তবে জানেন কি, দু-একটা পাপড়িতেই হতে পারে ভাগ্যবদল। স্নানের জলে মিশিয়ে নিয়ে স্নান করলে সমস্ত রোগ দূর হবে। আয়ও বাড়বে।

ভাগ্যোন্নতিতে অব্যর্থ হল দারচিনি। শাস্ত্রজ্ঞদের মতে, প্রতিদিন স্নানের সময় জলে একটু দারচিনি দিয়ে দেওয়া উচিত। এই অভ্যাস নাকি আপনাকে আরও সাহসী করে তুলতে বাধ্য। যার ফলে বাড়বে আয়।

তাই আর দেরি না করে এই নিয়মগুলি মেনে চলুন। স্নানের জলে মেশান কয়েকটি সামগ্রী। আর হয়ে উঠুন নিমেষেই লাভবান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্নানের জলে মেশান কয়েকটি সামগ্রী।
  • আর হয়ে উঠুন নিমেষেই লাভবান।
Advertisement