সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারমেয়দের ভালোবাসালেও ভয়ও পায় কমবেশি সকলেই। পাছে কামড় দেয়! পথেঘাটে, লিফটে কুকুরের কামড়ের ঘটনাও নেহাত কম নয়। মৃত্যুর ঘটনাও ঘটেছে। যা কুকুরভীতি বাড়িয়েছে কয়েকগুণ। কিন্তু জানেন কী কেন আচমকা কামড়ায় চারপেয়েরা?
এক চিকিৎসকের কথায়, কুকুরের কামড়ায় শুধুমাত্র আত্মরক্ষার খাতিরে। আচমকা আপনাকে দেখে যদি ওদের মনে হয় যে আপনি ক্ষতি করতে পারেন, সেক্ষেত্রে ওরা আক্রমণাত্মক হয়ে ওঠে। অনেকেই আছেন যারা কুকুর দেখলে বিভিন্নরকম শব্দ করে ওদের ডাকাডাকি করেন। এতেও সন্ত্রস্ত হয়ে পড়ে ওরা। অথবা ধরুন হঠাৎ এলাকা পরিবর্তন হয়েছে, তাতে ওদের মনের মধ্যে ভয় কাজ করে। তার মাঝে কেউ যদি ওদের কাছে যাওয়ার চেষ্টা করে, তাহলেও কামড়ে দেওয়ার সম্ভাবনা থাকে। অনেকক্ষেত্রে দেখা যায়, হয়তো সাহায্য করতে গিয়ে আক্রান্ত হন কেউ কেউ। কারণ সেই একটাই, নিরাপত্তাহীনতা। আপনি উপকার করতে গিয়েছেন নাকি ক্ষতি, তা বুঝতে পেরে অনেকসময় আক্রমণের পথে হাঁটে চারপেয়েরা। তাই সতর্ক থাকা আবশ্যক।
নিজেরা সতর্ক থাকলেই এই সমস্যায় পড়তে হবে না। চলুন জেনে নেওয়া যাক, কুকুরের সঙ্গে কী করা উচিত আর কী না
১. পথকুকুর হোক বা কারও পোষ্য, দেখার সঙ্গে সঙ্গে ওদের মাথায় হাত দেবেন না। এতে ওরা অস্বস্তি বোধ করে।
২. প্রথমে ওদের আপনার গন্ধ নিতে দিন। একটা সময়ের পর ওরা স্বাচ্ছন্দ্য বোধ করে। এরপর আর চিন্তার কোনও কারণ নেই।
৩. প্রথম দেখায় ওদের জল বা কোনও খাবার দিন। ওদের অনুভব করতে দিন যে আপনি ওদের শুভাকাঙ্খী।
