সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরল, পাঞ্জাব, রাজস্থানের পর এবার পশ্চিমবঙ্গ। দেশের চতুর্থ রাজ্য হিসেবে এ রাজ্যের বিধানসভায় পাশ হল CAA বাতিলের প্রস্তাব। বিধানসভায় কংগ্রেস ও বামেদের আনা সংশোধনী নিয়ে কোনও ভোটাভুটি হয়নি। তবে এই প্রস্তাবকে সমর্থন করেন বামফ্রন্ট ও কংগ্রেসের বিধায়করা। নিয়মমাফিক এই প্রস্তাবের বিরোধিতা করেন বিজেপি বিধায়করা।
প্রসঙ্গত, বিধানসভায় যখন এই প্রস্তাব নিয়ে আলোচনা চলছে, সেইসময় বিধানসভার নর্থগেটের বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন ছাত্র পরিষদের সদস্যরা। এদিন এই প্রস্তাব নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা বাংলায় CAA, NPR, NRC হতে দেব না। শান্তিপূর্ণভাবে আমরা এর বিরোধিতা করব।” এদিন তিনি অভিযোগ করেন, “সিএএ মেনে দেশের নাগরিকত্ব পেতে হলে, আগে নিজেকে বিদেশী বলে ঘোষণা করতে হবে। এটা মারাত্মক ষড়যন্ত্র। ওদের টোপে পা দেবেন না।”
[আরও পড়ুন : ‘মমতা কালনাগিনী’, মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ সৌমিত্র খাঁ’র]
সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে প্রথম থেকেই বিরোধিতায় সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তায় নেমে একের পর এক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি। তবে এই আইনের বিরুদ্ধে বিধানসভায় সর্বসম্মত প্রস্তাব পাশ করা হয়নি। অভিযোগ, বাম-কংগ্রেস আগেই CAA বিরোধী প্রস্তাব আনার কথা বলেছিল। কিন্তু তাদের সেই প্রস্তাব খারিজ করে দেন মুখ্যমন্ত্রী। এদিনও তাঁদের তরফে কিছু সংশোধনী আনা হয়েছিল। তা নিয়ে অবশ্য ভোটাভুটি হয়নি। বিধানসভায় প্রস্তাবটি পেশ করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। প্রস্তাব পেশের পরই বিরোধিতা শুরু করেন বিজেপি বিধায়করা। তাতে অবশ্য বিশেষ আমল দেওয়া হয়নি। পরে ভোটাভুটি ছাড়াই বিধানসভায় প্রস্তাবটি পাশ হয়ে যায়। সমর্থন করেন বাম ও কংগ্রেস বিধায়করাও।
[আরও পড়ুন : প্রায় ৬ বছর পর মিলল সুবিচার, বলাগড়ে নাবালিকাকে ধর্ষণ-খুনে দুই অপরাধীর ফাঁসির নির্দেশ]
এদিন বিধানসভায় বাম ও কংগ্রেসের তরফে প্রশ্ন করা হয়, CAA বিরোধী প্রস্তাব তারা আগেই এনেছিল। কিন্তু বিধানসভায় কেন তা পাশ করা হল না? CAA বিরোধী প্রস্তাবের স্বপক্ষে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, গত ৬ সেপ্টেম্বর রাজ্য বিধানসভায় NRC বিরোধী প্রস্তাব পাশ হয়েছিল। আর NRC সূত্র ধরেই CAA এসেছে। তাই দেশের মধ্যে সর্বপ্রথম এই প্রস্তাব পশ্চিমবঙ্গেই পাস হয়েছিল। এদিন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বাম-কংগ্রেস কৃতিত্ব নেওয়ার জন্য অভিযোগ করছে। এখন কৃতিত্ব ভুলে একসঙ্গে লড়াই করার সময়।
The post বঙ্গ বিধানসভায় পাশ CAA বিরোধী প্রস্তাব, সমর্থন বাম-কংগ্রেসের appeared first on Sangbad Pratidin.