সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যাচের আগের দিন বাংলা অধিনায়ক রানা ঘরামি বলেছিলেন প্রয়োজন হলে ইঞ্জেকশন নিয়ে মাঠে নামবেন। ৭১ তম সন্তোষ ট্রফির সেমিফাইনালে তাঁর সেই লড়াকু মেজাজটাই দেখা গেল বাংলার খেলোয়াড়দের মধ্যে। বৃহস্পতিবার শেষ চারের লড়াইয়ে মিজোরামকে হারিয়ে ফাইনালে উঠল কোচ মৃদুল বন্দ্যোপাধ্যায়ের ছেলেরা। ট্রাইবেকারে ৬-৫ গোলে জিতল বাংলা। অতএব ২০১০-২০১১ সালের পর ফের একবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ৩১ বারের সন্তোষ ট্রফি জয়ীদের সামনে।
[ফুটন্ত তেলে হাত ডুবিয়ে দিব্যি ‘পকোড়া’ ভাজেন এই ব্যক্তি!]
গত ছ’বছরে একবারেও গ্রুপ পর্বের বাধা টপকাতে পারেননি বাংলা। কিন্তু মৃদুল বন্দ্যোপাধ্যায়ের অধীনে সেই বাধা অবশেষে টপকাল বাংলার খেলোয়াড়রা। এদিন প্রথম থেকেই দু’দলই গোলের জন্য ঝাঁপাতে থাকে। কিন্তু কেউই গোলমুখ খুলতে পারেনি। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে দু’দল। শেষপর্যন্ত খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু তখনও গোল হয়নি। শেষে ট্রাইবেকারে গড়ায় দুই দলের লড়াই। সেখানে ৬-৫ গোলে তিনবছর আগের চ্যাম্পিয়নদের হারিয়ে জয়লাভ করে বাংলা। ট্রাইবেকারে দলের গোলকিপার শংকর রায় দু’টি শট বাঁচিয়ে দলের জয় নিশ্চিত করেন।
[এখন একটাই ভয়, খাড়া সিংয়ের সঙ্গে আবার গব্বর সিংয়ের না দেখা হয়ে যায়!!!]
এদিন ম্যাচে খেলা খুব একটা ভাল হয়নি। এছাড়া বাতাসে আপেক্ষিক আদ্রতাও বেশি থাকায় মাঝেমধ্যেই সমস্যায় পড়েন খেলোয়াড়রা। এখন দেখার সাব্বির আলির পর ফের একবার বাংলাকে সন্তোষ ট্রফি এনে দিতে পারেন কিনা মৃদুল বন্দ্যোপাধ্যায়। আগামী ২৬ মার্চ গোয়ার বিরুদ্ধে খেলতে নামবে বঙ্গ ব্রিগেড।
[শুটিং বিশ্বকাপে সোনা জিতলেন ভারতের অঙ্কুর মিত্তল]
The post ছ’বছর পরে সন্তোষ ট্রফির ফাইনালে বাংলা appeared first on Sangbad Pratidin.