shono
Advertisement

বলবিন্দর সিং গ্রেপ্তারি ইস্যুতে ফের টুইট, মুখ্যমন্ত্রী ও রাজ্য পুলিশকে খোঁচা ধনকড়ের

রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর সম্পর্কের ফাটল আরও চওড়া হচ্ছে বলেই মত রাজনৈতিক মহলের।
Posted: 03:07 PM Oct 13, 2020Updated: 04:10 PM Oct 13, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপির নবান্ন অভিযানের মিছিল থেকে আগ্নেয়াস্ত্র-সহ বলবিন্দর সিংয়ের গ্রেপ্তারি নিয়ে ফের সরব রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। মঙ্গলবার টুইটে মুখ্যমন্ত্রী এবং রাজ্য পুলিশকে ট্যাগ করে কার্যত একহাত নিলেন তিনি। লঘু পাপে বলবিন্দরকে কার্যত গুরুদণ্ড দেওয়া হচ্ছে বলেই মত তাঁর।

Advertisement

উল্লেখ্য, গত ৮ অক্টোবর সাত দফা দাবিতে নবান্ন (Nabanna) অভিযানের পরিকল্পনা ছিল বিজেপির। সেই অনুযায়ী হাওড়া এবং কলকাতা মিলিয়ে মোট চারটি মিছিল বেরোয়। অভিযোগ, সেই মিছিলে বাধা দেয় পুলিশ। এমনকী তাঁদের দলীয় কর্মীদের উপর ‘অমানবিক’ অত্যাচার করা হয় বলেও অভিযোগ। ব্যারিকেড ভাঙার চেষ্টা, ইটবৃষ্টি পালটা লাঠিচার্জ, বিক্ষোভ সব মিলিয়ে প্রায় রণক্ষেত্র হয়ে ওঠে সাঁতরাগাছি, হাওড়া ময়দান, হাওড়া ব্রিজ, হেস্টিংস। উত্তেজনার মাঝেই হাওড়া ময়দানের মিছিলে পিছু ধাওয়া করে বলবিন্দর সিংকে পাকড়াও করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। যদিও বিজেপির তরফে জানানো হয়েছে বলবিন্দর যুব মোর্চা নেতা প্রিয়াঙ্কুর পাণ্ডের দেহরক্ষী। তাই তার কাছে আগ্নেয়াস্ত্র থাকা খুবই স্বাভাবিক। হাওড়া সিটি পুলিশের তরফে পালটা দাবি করা হয়, ওই আগ্নেয়াস্ত্রটি জম্মু-কাশ্মীরের রাজৌরি থেকে লাইসেন্সপ্রাপ্ত। রাজৌরি থেকে বাংলায় কার্যত বেআইনিভাবে নিয়ে আসা হয়েছে আগ্নেয়াস্ত্রটি। তবে সেকথা বিজেপি নেতৃত্ব কিংবা বলবিন্দর কেউই মানতে নারাজ।

[আরও পড়ুন: জাতীয় পরিবেশ আদালতের রায়ের জের, ৭টি জোনে ভাগ করে সৌন্দর্যায়ন শুরু রবীন্দ্র সরোবরে]

এই ঘটনার রেশ এখনও কাটেনি। বারবার টুইটে বলবিন্দর সিং (Balwinder Singh) গ্রেপ্তারি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এবং রাজ্য পুলিশকে তোপ দাগছেন ধনকড়। রবি, সোমের পর মঙ্গলবারও একই ইস্যুতে টুইট করেন তিনি। বলবিন্দর সিংয়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির যে ধারায় মামলা রুজু হয়েছে তাতে তার যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে। তাই তা কার্যত মানবাধিকার লঙ্ঘনের শামিল বলেই অভিযোগ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

রাজভবন-নবান্ন সংঘাত নতুন কোনও বিষয় নয়। দায়িত্ব নেওয়ার পর থেকে তা যেন লেগেই রয়েছে। বলবিন্দর সিং নিয়ে বিরোধিতার ফলে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সম্পর্কের ফাটল আরও চওড়া হচ্ছে বলেই মত রাজনৈতিক মহলের।

[আরও পড়ুন: সাতসকালে প্রচণ্ড বিস্ফোরণ, বেলেঘাটায় উড়ল ক্লাবের ছাদ, ভাঙল দেওয়ালের একাংশও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement