মলয় কুণ্ডু: সপ্তাহে এবার থেকে দু’দিনের পরিবর্তে তিনদিন রাজ্যে আসতে পারবে দিল্লি (Delhi) ও মুম্বইয়ের (Mumbai Flight) বিমান। বুধবার থেকে এই নয়া বিধি কার্যকর হবে। মঙ্গলবার রাজ্যের স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা অসামরিক বিমানমন্ত্রকের সচিব রাজীব বনসলকে চিঠি লিখে জানিয়েছেন, আপাতত সপ্তাহে তিন দিন এই পরিষেবা চালু করা হলেও কিছুদিনের মধ্যেই পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
বাড়তে থাকা করোনা পরিস্থিতিতে গত রবিবার নবান্ন জানিয়েছিল, সোম ও শুক্রবার, সপ্তাহের এই দু’দিন দিল্লি ও মুম্বই থেকে উড়ান রাজ্যে আসতে পারবে। এদিন জানানো হয়েছে, এই দু’দিনের সঙ্গে বুধবারও যোগ করা হচ্ছে। অর্থাৎ, সোম, বুধ এবং শুক্র মুম্বই ও দিল্লি থেকে সরাসরি আসতে পারবেন যাত্রীরা।
[আরও পড়ুন: করোনা পরিস্থিতিতে খোলা থাকবে তারাপীঠের মন্দির, দর্শনার্থীদের জন্য জারি একাধিক নিয়ম]
এদিন স্বরাষ্ট্রসচিব চিঠিতে রাজীব বনসলকে জানিয়েছেন, রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ায় ফের পরিস্থিতি পর্যআলোচনা করা হয়েছে। রাজ্য সরকার যাত্রীদের সমস্যা নিয়ে যথেষ্ট স্পর্শকাতর। কিন্তু এইঅবস্থায় বিধি প্রণয়নও জরুরি। তাই আপাতত দিল্লি ও মুম্বই থেকে রাজ্যে আসার বিষয়ে পদক্ষেপ করা হচ্ছে।
[আরও পড়ুন: ওমিক্রনের থেকেও সংক্রামক! উদ্বেগ বাড়িয়ে ফ্রান্সে মিলল করোনার নয়া স্ট্রেন]
২০২০ সালের সেপ্টেম্বর থেকে সপ্তাহে মাত্র তিনদিন রাজ্যে ওঠানামা করতে পারত দিল্লি ও মুম্বই সহ মোট ছ’টি শহরের বিমান। ওই বছরই ডিসেম্বরে দিল্লিকে এবং ২০২১-এর নভেম্বরে মুম্বই ও চেন্নাইকে বের করে আনা হয়েছিল সেই তালিকা থেকে। তারপর থেকে এখনও পর্যন্ত সপ্তাহে তিনদিনই রাজ্যে যাতায়াত করতে পারে পুনে, আহমেদাবাদ, নাগপুরের বিমান। এবার সেই তালিকায় ফের যুক্ত হতে চলেছে দিল্লি ও মুম্বই।