সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ের পথে এগিয়ে চলেছে বাংলা। বর্তমানে সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শই দিচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ এখনও পুরোপুরি বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। গত ২৪ ঘণ্টায় সামান্য বেড়েছে অ্যাকটিভ কেস। তবে গত কয়েক দিনের মতো বৃহস্পতিবারও করোনায় মৃত্যুহীন বাংলা।
শুক্রবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৪২ জন। গতকালের তুলনায় টেস্টিং বেশি হওয়ায় বাড়ল সংক্রমিতের সংখ্যা। করোনার দৈনিক পজিটিভিটি রেট ০.৩৭ শতাংশ। রাজ্যে এখনও পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন ২০ লক্ষ ১৯ হাজার ২৬ জন। তবে তার মধ্যে প্রায় ৯৯ শতাংশই করোনা মুক্ত হয়ে গিয়েছেন। গত ২৪ ঘণ্টাতেও মারণ ভাইরাসে রাজ্যে কোনও প্রাণহানি ঘটেনি। তবে এখনও পর্যন্ত এ রাজ্যে মারণ ভাইরাসের বলি মোট ২১ হাজার ২০৩ জন।
[আরও পড়ুন: বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থী আলোরানি বাংলাদেশি! প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাই কোর্টের]
বুলেটিন বলছে, একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ৩৫ জন। এখনও পর্যন্ত বাংলার ১৯ লক্ষ ৯৭ হাজার ৪৩৯ জন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ। হোম আইসোলেশনে রয়েছেন ৩৬২ জন। হাসপাতালে ভরতি ২২ জন করোনা আক্রান্ত। তবে রাজ্যে সামান্য বাড়ল অ্যাকটিভ কেস। বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্য়া ৩৮৪ জন।
কোভিডবিধি উঠে গেলেও সংক্রমণ যাতে ফের মাথাচাড়া না দেয়, তার জন্য নিয়মিত হচ্ছে নমুনা পরীক্ষাও। একদিনে ১১ হাজার ২১৮ টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৫২ লক্ষ ১৫ হাজার ২২৯টি নমুনা পরীক্ষা হয়েছে। টেস্টিংয়ের পাশাপাশি টিকাকরণও চলছে জোরকদমে। গত ২৪ ঘণ্টায় করোনার টিকা নিয়েছেন ৫৮ হাজার জন। প্রিকশন বা বুস্টার ডোজ দেওয়া হয়েছে ২৭ হাজারের বেশি।