shono
Advertisement

ব্রেক-চেন-সিট ছাড়াই সাইকেলে ২২ হাজার কিলোমিটার অভিযানে যুবক

স্বচ্ছ ভারত গঠনের বার্তা নিয়ে দেবেন্দ্রনাথ বেরা এগিয়ে চলেছেন৷ The post ব্রেক-চেন-সিট ছাড়াই সাইকেলে ২২ হাজার কিলোমিটার অভিযানে যুবক appeared first on Sangbad Pratidin.
Posted: 04:43 PM Jun 29, 2018Updated: 07:58 PM Aug 21, 2018

শাহজাদ হোসেন, ফরাক্কা: ব্রেক, চেন ও সিট ছাড়াই সাইকেল নিয়ে ‘স্বচ্ছ ভারত’ অভিযানে বেরিয়েছেন মেদিনীপুরের যুবক। লক্ষ্য অভিনব সাইকেল নিয়ে গিনেস বুকে নাম তোলা। এই লক্ষ্যে ১৭ জুন পশ্চিম মেদিনীপুরের ডেবরা হরিমতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে দেশের ৩৩টি রাজ্যের ২২ হাজার কিলোমিটার পথ পরিক্রমা করে গিনেস বুকে নাম নথিভুক্ত করা৷ পাশাপাশি লিমকা বুক অফ ইন্ডিয়ায় নিজের নাম তোলাও তাঁর লক্ষ্য৷

Advertisement

[খোঁজ মিলল টিটাগড় থেকে নিখোঁজ মা-মেয়ের, গ্রেপ্তার গৃহবধূর প্রেমিক]

আর সেই লক্ষ্যপূরণে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের সাইতাই গ্রামের বছর একচল্লিশের দেবেন্দ্রনাথ বেরা তাঁর সহযোগী আকাশকুমার করণকে সঙ্গে নিয়ে এই দুঃসাহসিক অভিযানে বের হয়েছেন। সাইকেলের চেন, ব্রেক ও সিট নেই। শুধুমাত্র সাইকেলে দুই প্যাডেলে পা দিয়ে দু’হাতে চাকা ঘুরিয়ে একের পর এক শহর-গ্রাম অতিক্রম করে স্বচ্ছ ভারত গঠনের বার্তা নিয়ে দেবেন্দ্রনাথ বেরা এগিয়ে চলেছেন৷ তাঁর মূল পেশা বিভিন্ন জায়গায় সাইকেল খেলা দেখানো। অবসর সময়ে গ্রামে নিজের ওষুধের দোকানে বসা। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল অভিনব সাইকেল অভিযান করার৷ সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্যই এই অভিযান৷

[দার্জিলিংয়ের ভোটার তালিকা থেকে কাটা পড়ল বিমল গুরুংয়ের নাম]

গত ১৭ জুন ডোবরা হরিমতি হাই স্কুল থেকে তিনি এই অভিযান শুরু করেন। ২৮ জুন বৃহস্পতিবার ফরাক্কা ব্যারেজ টপকে তিনি মালদহ জেলায় প্রবেশ করলেন। দেবেন্দ্রনাথ জানালেন, “বাঙালি চিরকালই অ্যাডভেঞ্চার প্রিয়। ভীতু নয়। এই বাংলার মাটিতেই জন্মেছেন বিবেকানন্দ, অরবিন্দ, নেতাজি সুভাষ মহান মানুষ। তা হলে গিনেস বুকে ‘অভিনব সাইকেল অভিযান’ কেন কোনও বাঙালির নাম থাকবে না? চ্যালেঞ্জ নিয়েই এই অভিযান আমি শুরু করেছি। শেষ করে দেখাব।” দেবেন্দ্রনাথের এই অদ্ভুত সাইকেল চালানো দেখতে ৩৪ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে পড়ছে বাস ও লরির চালকরা। তাঁরা উৎসাহিত করছেন দেবেন্দ্রনাথকে৷

The post ব্রেক-চেন-সিট ছাড়াই সাইকেলে ২২ হাজার কিলোমিটার অভিযানে যুবক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার