shono
Advertisement
SIR in Bengal

মমতার ভোটকেন্দ্রেই বাদ শতাধিক ভোটার! কারণ খুঁজতে কালীঘাটে বৈঠক ডাকলেন দলনেত্রী

সূত্রের খবর, ভবানীপুর কেন্দ্রে প্রায় ৪৫ হাজার ভোটারের নাম বাদ পড়েছে।
Published By: Sucheta SenguptaPosted: 02:06 PM Dec 16, 2025Updated: 05:24 PM Dec 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বঙ্গে এসআইআর (Sir in Bengal) শেষে প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী, বাদ পড়েছে ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের নাম। বুথভিত্তিক এই পরিসংখ্যান দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের নির্ধারিত দুটি ওয়েবসাইটে। আর তাতে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে বাদ পড়েছেন প্রায় ৪৫ হাজার ভোটার। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কেন্দ্র ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন, ২০৭ নং বুথে বাদ ১২৭ জন ভোটারের নাম। সূত্রের খবর, এসব তথ্য হাতে পেয়ে কালীঘাটের বাড়িতে বাসভবনে বিকেলে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিএলএ-২ এবং কাউন্সিলরদের ডাকা হয়েছে ওই বৈঠকে।

Advertisement

খসড়া তালিকা থেকে দেখা গিয়েছে, ভবানীপুর অর্থাৎ মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্রে নাম বাদ পড়েছে ৪৪, ৭৭০ জনের। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য মিত্র ইনস্টিটিউশন অর্থাৎ ২০৭ নম্বর বুথটি। এটি মুখ্যমন্ত্রীর নিজের বুথ। তিনি এখানেই ভোট দেন। সেখান থেকে ১২৭ জন ভোটারের নাম বাদ পড়েছে। মঙ্গলবার সকালে নির্বাচন কমিশনের তরফে খসড়া তালিকা প্রকাশিত হতেই দেখা গিয়েছে, এই বুথে ১২৭ জন ভোটারের নাম বাদ গিয়েছে। সূত্রের খবর, এসব বিস্তারিত দেখার পরই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে।

উল্লেখ্য, এসআইআরের কাজ চলাকালীন একাধিকবার বিভিন্ন জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জনতাকে আশ্বস্ত করেছিলেন, কোনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না। তবে দলের অন্দরে কোনও ঘরোয়া বৈঠক করেননি। সে অর্থে খসড়া তালিকা প্রকাশের পর এটাই তৃণমূল নেত্রীর প্রথম বৈঠক। রাজনৈতিক মহলের বড় অংশের মত, বাদ যাওয়া নামের তালিকা স্ক্রুটিনি করে দেখতে পারেন নেত্রী। দিতে পারেন জরুরি বার্তা এবং পরামর্শ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে বাদ পড়েছে প্রায় ৪৫ হাজার ভোটারের নাম।
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কেন্দ্র ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনেই বাদ ১২৭ জন।
  • এরপরই বিকেলে কালীঘাটে বিএলএ-২, কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডাকলেন তৃণমূল নেত্রী।
Advertisement