সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিনি নিলামের আগে চর্চায় ছিলেন জম্মু ও কাশ্মীরের পেসার আকিব নবি দার। চলতি ঘরোয়া মরশুমে অসাধারণ ছন্দে ছিলেন। ২৮ বছর বয়সি পেসারকে দেখা গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের ট্রায়ালে। শেষ পর্যন্ত তাঁকে ৮.৪০ কোটি টাকায় কিনে নিল দিল্লি ক্যাপিটালস। নিলামে নজর কাড়লেন অলরাউন্ডার প্রশান্ত বীরও। তাঁকে মোটা টাকায় দলে নিল সিএসকে।
কাশ্মীরি পেসারের ন্যূনতম মূল্য ছিল ৩০ লক্ষ টাকা। তাঁকে দলে নেওয়ার জন্য দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে তুমুল দর কষাকষি চলে। শেষ পর্যন্ত তাঁর দর ওঠে ৮.৪০ কোটি টাকা। তাঁকে কিনে নেয় দিল্লি ক্যাপিটালস। প্রসঙ্গত, তাঁকে দলে নেওয়ার জন্য ঝাঁপিয়েছিল রাজস্থান এবং আরসিবি-ও।
গত মরশুমের রনজি ট্রফিতে আকিব পেয়েছিলেন ৪৪ উইকেট। তিনিই ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেটপ্রাপক। এই মরশুমেও মুম্বই এবং দিল্লির মতো বড় দলকে হারানোয় বড় ভূমিকা নিয়েছিল তাঁর পেস বোলিং। দুই ম্যাচেই প্রথম ইনিংসে ৫ উইকেট পেয়েছিলেন। তাছাড়াও রাজস্থানের বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেটও পান। প্রথম শ্রেণির ৩৬ ম্যাচে ১২৫ উইকেট রয়েছে তাঁর নামের পাশে। যদিও টি-টোয়েন্টিতে ২৭ ম্যাচে ২৮ উইকেট পেয়েছেন নবি। গড় ২৬.৩৯। ক্রিকেটমহল মনে করছে, জম্মু ও কাশ্মীরের এই পেসার দিল্লিতে যোগ দেওয়ায় লাভবান হবে তারা।
অন্যদিকে, উত্তরপ্রদেশের অলরাউন্ডার প্রশান্ত বীরের দর বাড়তে দেখা গেল নিলামে। ৩০ লক্ষ টাকা ন্যূনতম মূল্যের ক্রিকেটারকে নিয়ে লড়াই করে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। শেষ পর্যন্ত তাঁর দর ওঠে ১৪.২০ কোটি টাকা। তাঁকে কিনে নেয় সিএসকে। ইউপি টি-টোয়েন্টি লিগে নয়ডা সুপার কিংসের প্রতিনিধিত্ব করেছেন। ২০ বছর বয়সি বাঁ-হাতি স্পিন-বোলিং অলরাউন্ডার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও নজর কেড়েছেন। একটি সেঞ্চুরি করেছেন। ৬.৭৬ ইকোনমিতে নয় উইকেট নিয়েছিলেন। মিনি নিলামের আগে রবীন্দ্র জাদেজাকে ছেড়ে দিয়েছিল চেন্নাই। তিনি ফিরেছেন পুরনো দল রাজস্থান রয়্যালসে। তাই অলরাউন্ডার হিসাবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন বলেই মনে করেছেন অনেকে।
