shono
Advertisement

Breaking News

Sundarban

ফের ভারতের সীমায় অনুপ্রবেশ, সুন্দরবনে পাকড়াও ১৫ জন বাংলাদেশি মৎস্যজীবী!

আগামীকাল তাঁদের আদালতে পেশ করা হবে।
Published By: Suhrid DasPosted: 10:20 PM Dec 01, 2025Updated: 10:20 PM Dec 01, 2025

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ফের ট্রলার-সহ বাংলাদেশি মৎস্যজীবী আটক হল ভারতের জলসীমানায়। সোমবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকার বঙ্গোপসাগরে। ভারতীয় উপকূল রক্ষীবাহিনী প্রতিদিনের মতো কড়া নজরদারিতে ছিল। সেসময় ভারতীয় জলসীমার মধ্যে ওই ট্রলারটিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। দ্রুত ওই ট্রলারের কাছে পৌঁছে যায় উপকূল রক্ষীবাহিনী।

Advertisement

দেখা যায় 'আল্লা মালিক' নামে বাংলাদেশের ওই ট্রলারটি অবৈধভাবে ভারতের সীমানা অতিক্রম করেছে। ট্রলারে মোট ১৫ জন বাংলাদেশি‌ মৎস্যজীবী ছিলেন। অবৈধভাবে ভারতীয় জলসীমায় প্রবেশ করার অভিযোগে তাঁদের আটক করা হয়। বাংলাদেশি মৎস্যজীবীদের ট্রলার-সহ দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ বন্দরে নিয়ে আসা হয়। পরে ওই বাংলাদেশি মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে প্রাথমিক খবর। পুলিশ ধৃত ১৫ জন বাংলাদেশি মৎস্যজীবীর বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং ভারতীয় জলসীমার ভিতরে অবৈধভাবে মৎস্য শিকারের মামলা রুজু করেছে। আগামীকাল, মঙ্গলবার তাঁদের কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে।

প্রসঙ্গত, নভেম্বর মাসের মাঝামাঝি একইভাবে প্রচুর সংখ্যায় বাংলাদেশি মৎস্যজীবী দফায় দফায় ভারতের জলসীমায় অনুপ্রবেশ করেছিল। সেসময়ও তাঁদের পাকড়াও করে উপকূল রক্ষীবাহিনী। পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু কেন এই অনুপ্রবেশ? মাঝ ধরার সময় নিছকই সীমানা ভুল করা? নাকি এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য আছে? সেই প্রশ্ন থাকছেই। প্রসঙ্গত, বাংলাদেশ থেকে জঙ্গিরা ভারতে ঢুকতে পারে, এমন সতর্কতার কথা আগেই শোনা গিয়েছিল। সম্প্রতি দিল্লি বিস্ফোরণের পর সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। জলপথেও সীমান্ত এলাকায় কড়া নজরদারি চলছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের ট্রলার-সহ বাংলাদেশি মৎস্যজীবী আটক হল ভারতের জলসীমানায়।
  • সোমবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকার বঙ্গোপসাগরে।
  • ভারতীয় উপকূল রক্ষীবাহিনী প্রতিদিনের মতো কড়া নজরদারিতে ছিল।
Advertisement