shono
Advertisement

Breaking News

Howrah

খেলনা বন্দুক দেখিয়ে মোবাইল-টাকা ছিনতাই! সিসিটিভি দেখে পুলিশ ধরল ২ নাবালককে

উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া মোবাইল, টাকা।
Published By: Suhrid DasPosted: 07:35 PM Dec 20, 2025Updated: 07:35 PM Dec 20, 2025

অরিজিৎ গুপ্ত, হাওড়া: বন্দুক দেখিয়ে পথচলতি কয়েকজনের থেকে মোবাইল, টাকা ছিনতাইয়ের অভিযোগ। পরে সিসিটিভি ফুটেজ দেখে ও গোপন সূত্র মারফত খবর পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। তদন্তে জানা যায়, যে বন্দুকটি দেখিয়ে ছিনতাই করা হয়েছিল, সেটি আদপে আসল নয়, খেলনার। সব থেকে বড় কথা, ধৃত দু'জন নাবালক! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার শিবপুরে।

Advertisement

পুপিশ সূত্রে জানা গিয়েছে, আজ শনিবার ভোর চারটে নাগাদ শিবপুর জি টি রোডে কাজিপাড়ার কাছে দ্বিতীয় হুগলি সেতুর নিচে ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ডোমজুড়ের কয়েকজন বাসিন্দা শিবপুর গঙ্গার ঘাটে পুজোর কিছু কাজের জন্য এসেছিলেন। ঘাটের কাজকর্ম সেরে তাঁরা গঙ্গার জল ও পুজোর জিনিসপত্র নিয়ে জি টি রোড দিয়ে যাচ্ছিলেন। সেসময় ওই দুই নাবালক তাঁদের পথ আটকায়। বন্দুক উঁচিয়ে ওই ব্যক্তিদের ভয় দেখানো হয়। সঙ্গে থাকা জিনিসপত্র দিতে দাবি করে।

বন্দুকের সামনে ভয়ে ওই ব্যক্তিরা সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন বার করে। সেসব ছিনিয়ে নিয়ে চম্পট দেয় অভিযুক্তরা। ওই ব্যক্তিরা শিবপুর থানায় গিয়ে ঘটনার কথা বলে অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে ওই এলাকা ও আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। সোর্সের মাধ্যমেও খোঁজখবর শুরু করা হয়। কিছু সময় পরেই পুলিশ ওই দু'জনের খোঁজ পাওয়া যায়। গ্রেপ্তার করা হয় ধৃতদের। জানা যায়, ধৃতরা নাবালক। খেলনা বন্দুক দেখিয়ে ওই ছিনতাই তারা করেছিল। ছিনতাই হওয়া টাকা, মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে বলে খবর। এদিনই তাদের জুভেনাইল আদালতে তোলা হয়েছে। দুই নাবালক কি কোনও চক্রের সঙ্গে জড়িত? সেই বিষয়টি জানার চেষ্টা করছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বন্দুক দেখিয়ে পথচলতি কয়েকজনের থেকে মোবাইল, টাকা ছিনতাইয়ের অভিযোগ।
  • পরে সিসিটিভি ফুটেজ দেখে ও গোপন সূত্র মারফত খবর পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে।
  • তদন্তে জানা যায়, যে বন্দুকটি দেখিয়ে ছিনতাই করা হয়েছিল, সেটি আদপে আসল নয়, খেলনার।
Advertisement