অরূপ বসাক, মালবাজার: ফ্যানে একই দড়িতে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন ২ যুবক! ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল মালবাজারে। খবর পেয়েই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কিন্তু কি সম্পর্ক দুই যুবকের? বন্ধুত্ব নাকি অন্য কিছু? কেনই বা এই চরম সিদ্ধান্ত? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃতদের নাম সঞ্জীব বর্মন ও অনুপ রায়। সঞ্জীবের বাড়ি আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের সাল কুমার গ্রামে। অনুপ মেটেলি ব্লকের দক্ষিণ ধুপঝোড়া এলাকায়। সম্প্রতি মালবাজারে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে তাঁরা। এদিন বাড়ি ভাড়ার অগ্রিম নিতে গিয়ে বাড়ির মালিক দুজনের একজনেরও সাড়া পাননি। একটা সময়ের পর সন্দেহ হয় তাঁর। জানলা দিয়ে চোখ রাখতেই তিনি দেখেন, ফাঁস লাগিয়ে ঝুলছেন ২ জনই। সঙ্গে সঙ্গে মালবাজার থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে।
এরপরই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, গত ১৫ তারিখ থেকে পরিবারের সদস্যদের কাছে নিখোঁজ সঞ্জীব। ফালাকাটা থানায় এ সংক্রান্ত অভিযোগও করেছে পরিবার। এদিকে শুক্রবার বিকেলেও অনুপ বাড়িতে গিয়েছিল। রাতে আবার মালবাজারে ফেরেন৷ অনুপের বাবা হরি রায় জানান, ছেলে জানিয়েছিল সে মালবাজারের হনুমান মন্দিরে সেবকের কাজ করে। মন্দির সূত্রে জানা গিয়েছে, অনুপ সেখানে কাজ করত কিন্তু গত কয়েকদিন ধরে তিনি যাচ্ছিলেন না। কিন্তু কেন আরেক যুবকের সঙ্গে ভাড়া থাকতে শুরু করেছিলেন অনুপ? কেনই বা চরম সিদ্ধান্ত? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
