সুমন করাতি, হুগলি: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মেয়াদ উত্তীর্ণ, পোকাধরা ডাল ব্যবহারের অভিযোগ। অভিভাবকদের বিক্ষোভে উত্তপ্ত হুগলির কানাইপুর কলোনির অঙ্গনওয়াড়ি কেন্দ্র। উত্তেজনার মাঝে নিকটবর্তী অঙ্গনওয়াড়ি থেকে ডাল এনে রান্না শুরু করা হয়। তবে উত্তেজিত জনতার দাবি, অবিলম্বে পদক্ষেপ করতে হবে।
জানা গিয়েছে, অন্যান্যদিনের মতোই শনিবার সকালে কানাইপুর কলোনির ওই অঙ্গনওয়াড়ি স্কুলে খিচুড়ি রান্নার প্রস্তুতি চলছিল। স্থানীয় সূত্রে খবর, সেই সময় ডালে পোকা, ধুলো দেখতে পান কয়েকজন অভিভাবক। তা নিয়ে কথা হতেই অভিযোগ ওঠে, গত বৃহস্পতিবারও এই একই ডাল দিয়ে শিশুদের জন্য খিচুড়ি রান্না করা হয়েছিল। এরপরই উত্তাল হয়ে ওঠে কানাইপুরের ওই অঙ্গনওয়াড়ি। স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা জড়ো হয়ে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বুঝে ওই ডাল দিয়ে খিচুড়ি রান্না বন্ধ করা হয়। পরে পাশের আরেকটি অঙ্গনওয়াড়ি থেকে ডাল শুরু হয় রান্না।
এলাকাবাসীর প্রশ্ন, কেন ছোট ছোট শিশুদের মেয়াদ উত্তীর্ণ, পোকা ধরা ডাল খাওয়ানো হচ্ছে? এর দায় কার? স্বাভাবিকভাবেই এই ঘটনায় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অবিলম্বে বিষয়টির তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন বিক্ষুব্ধরা। পাশাপাশি ভবিষ্যতে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য স্কুলগুলোর খাদ্যের মান নিয়মিতভাবে পরীক্ষা করার দাবি করেছেন তাঁরা।
